0:00 / 0:00

15 seconds

15 seconds

শুধুই ব্যক্তিগত ইবাদাত বন্দেগীতে সীমাবদ্ধ থাকা কেমন? Dr. Israr Ahmed |Bangla

11 months ago
6

*এই ভিডিওটি আরশাদ আনসারির (Arshad Ansary) ইউটিউব চ্যানেল থেকে নেওয়া।

অমুক আল্লাহকে গালি দিল, শরীয়াহকে পশ্চাতপদ বললো, উম্মাহর উপর নির্যাতনের স্টিমরোলার চললো তাতে আমার কী এসে যায়? আমি তো তাহাজ্জুদ পড়ি, সারাদিন ইবাদতে কাটিয়ে দিই। একদিকে যিকির আযকার ও বিভিন্ন ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে ব্যস্ত থেকে বেশ আত্মতৃপ্তিতে ভুগতে থাকা, অপরদিকে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত থেকে নামাজ-দোয়া ভুলতে বসা। এই দুই প্রান্তিক অবস্থান থেকে কিভাবে মুক্ত থাকা যায়, কিভাবে মধ্যমপন্থা অবলম্বন করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ড. ইসরার আহমেদ (রহঃ)।

Loading comments...