আইয়ামে বীয কী?আইয়ামে বীযের দিনগুলোতে রোযা রাখার ফযীলত কী?

5 months ago

প্রশ্ন&উত্তর:-৩৩৯০

আলোচনার বিষয়:- আইয়ামে বীয কী?আইয়ামে বীযের দিনগুলোতে রোযা রাখার ফযীলত কী?
▂_▂_▂_▂_▂_▂_▂_▂_▂_▂_▂

হাদীস--⤵

سَمِعْتُ أَبَا ذَرٍّ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا أَبَا ذَرٍّ، إِذَا صُمْتَ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ فَصُمْ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ ".
حكم الحديث: حسن صحيح

💠💠💠💠💠💠💠💠💠💠

💫 আলোচনা করছেনঃ হযরত মাওলানা হাফেজ মুফতি মুহাম্মদ আলী কাসেমী সাহেব (দাঃবাঃ) মুহাম্মদ পুর,ঢাকা,বাংলাদেশ@

প্রধান মুফতিঃ- মাদ্রাসাতু সালমান,যাত্রাবাড়ী,ঢাকা,বাংলাদেশ।

💧💧💦💦💦💦💧💧

[বি:দ্র:- আগামী কাল-শনিবার,রবি,সোমবার , চন্দ্র মাসের (আইয়ামে বীযের) ১৩,১৪,১৫ তারিখ।সেমতে আমরা ঐ দিন গুলোতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সওয়াবের আশায় রোযা রাখার চেষ্টা করি তাথে বহুত ফায়দা হবে ইনশাআল্লাহু তা'আলা।

📎যে কোনো প্রশ্নের ইসলামী সমাধানের জন্য লিং=>
https://t.me/joinchat/Hj5PSBX7KUbtWWzOUbcrMg

📎 নতুন ও পুরাতন প্রশ্নোত্তরগুলো শুনার লিং =>
@moftimohammadali2

Loading comments...