আসমানে যাইওনারে বন্ধু | Asmane Jaiona Re Bondhu Lyrics | Pagol Hasan | Volcal Song | Shaila Sabrin

Enjoyed this video? Join my Locals community for exclusive content at animalloverbd22.locals.com!
8 months ago
1

#banglasong # pagohasan #volcal #dhupchhaya #femaleversion #lyrical #femalesong #bnaglsongs #lyrics #banglagaan #baulgaan #folksong #folkmusic #romanticbanglagaan #asmanejaionarebondhu #volcalsong #viralsongs #আসমানেযাইওনারেবন্ধু #pagolhasanofficial #bangladesh #dhaka #bengali #bangladeshi #bangla #kolkata #bangali #sylhet #musicallybangla #bdmusic #musicallybd # #beautiful #tiktokbdofficial #tiktokbangladeshofficial #bong #westbengal

আসমানে যাইওনারে বন্ধু | Asmane Jaiona Re Bondhu Lyrics | Pagol Hasan | Volcal Song | Shaila Sabrin

আসমানে যাইওনারে বন্ধু লিরিক্স | Asmane Jaiona Re Bondhu Lyrics

আসমানে যাইও নারে বন্ধু,
ধরতে পারবো না- তোমায়
পাতালে যাইও নারে বন্ধু,
ছুইতে পারবো না- তোমায়।

আসমানে যাইও নারে বন্ধু,
ধরতে পারবো না- তোমায়
পাতালে যাইও নারে বন্ধু,
ছুইতে পারবো না- তোমায়।

বুকের ভিতর-রইও রে বন্ধু
বুকের ভিতর- রইও,
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও তুমি
বুকের ভিতর-রইও রে বন্ধু
বুকের ভিতর- রইও,
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও।

ও বন্ধু রে----এ---
সতী নারীর পতি যেমন, পর্বতেরই--চূড়া,
অসৎ নারীর গতি তেমন,
ভাঙ্গা নায়ের গোড়া--

ও বন্ধু রে----এ---
সতী নারীর পতি যেমন, পর্বতেরই--চূড়া,
অসৎ নারীর গতি তেমন,
ভাঙ্গা নায়ের গোড়া--
তুমি নায়ের গলই হইও রে বন্ধু,
নায়ের গলই-- হইও,
অন্তরে অন্তর মিশাইয়া,
পিরীতের গান গাইও।

ও বন্ধু রে----এ---
না করিয়া পাগল হাসান,
কূল কলঙ্কের ভয়,
প্রেম তরণী ভাসাইলাম,
নামে দয়াময়।

ও বন্ধু রে----এ---
না করিয়া পাগল হাসান
কূল কলঙ্কের ভয়,
প্রেম তরণী ভাসাইলাম,
নামে দয়াময়।

তুমি দয়াময়ী হইও রে বন্ধু,
দয়াময়ী হইও,
অন্তরে অন্তর মিশাইয়া,
পিরীতের গান গাইও।

তুমি বুকের ভিতর-রইও রে বন্ধু
বুকের ভিতর- রইও,
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও।

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCWWhVIZtMzPINEYo_moM7-g/join

Loading comments...