কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলেই মুখরতা

2 years ago
9

কিছু কথার পিঠে কথা
তুমি ছুঁয়ে দিলেই মুখরতা,
হাসি বিনিময় চোখে চোখে
মনে মনে রয় ব্যাকুলতা।

আমায় ডেকো একা বিকেলে,
কখনো কোনো ব্যথা পেলে।
আমায় রেখো প্রিয় প্রহরে,
যখনই মন কেমন করে।
কোনো এক রূপকথার জগতে,
তুমি তো এসেছো আমারই হতে।
কোনো এক রূপকথার জগতে,
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে।

কোথা’ও ফুটেছে ফুল,
কোথাও ঝরেছে তারা।
কোথাও কিছু নেই
তোমার আমার গল্প ছাড়া।
Song : Rupkothar Jogote
Film : Network Er Baire
Singer : Abanti Sithi And Rehaan Rasul
Music by : Sajid Sarker
Lyrics : Someshwar Oli
Director : Mizanur Rahman Aryan
Label : Chorki

Loading comments...