কোভিড টিকার ইতিকথা

3 years ago
43

কোভিড নিয়ে বিশ্বব্যাপী শঙ্কা, ভীতি, সন্ত্রাস এখন চব্বিশ ঘন্টা দেখানো হচ্ছে চার দিকে। এবং সেই অদৃশ্য শত্রুর থেকে রক্ষা পাবার জন্য লোকজন দৌড়াদৌড়ি শুরু করেছে চার দিকে, টিকার সন্ধানে।

অথচ তার বিরোধী দৃষ্টিভঙ্গি ও বক্তব্য - যে কোভিডকে জমদূতের মত ভয় পাবার কারন নেই এবং তার থেকে বাঁচার টিকাগুলোকে ভয় পাবার অনেক কারন থাকতে পারে যা সরকার ও মেডিকাল প্রতিষ্ঠারা বলছে না এবং যেই বিজ্ঞানীরা তা নিয়ে জনগনকে সতর্ক করতে চাইছেন তাদের কথা চেপে দেওয়া হচ্ছে - সে কথা সাধারণ লোকেরা জানতেই পারছে না।

সেই টিকা নিয়ে, MIT’র বিজ্ঞানী শ্রীমতি ষ্টেফানি সেনেফের সঙ্গে আমার কথা রেকর্ড করে, তার বাংলা অনুবাদ করে ভিডিও করার ইচ্ছা আছে। আজকের এই ভিডিওতে তারই ঘোষণা করা হল ‍- অনেকটা সিনেমার ট্রেলারের মত।

Loading comments...