অলোক চট্টোপাধ্যায়ের লেখা "রবীন্দ্রনাথ " II Angira Sain Recitation II #SweetCuteCute

3 years ago

কবিতা:- রবীন্দ্রনাথ
কবি:- অলোক চট্টোপাধ্যায়
আবৃত্তি-অঙ্গিরা সাঁই
-------------------------------------
------------------------------------
বাবার আছে বই এর পাহাড়
মায়ের শুধু গান ,
দিদির আছে নাচের নাটক
আবৃত্তিতেও টান।

সন্ধে -রাত্রি -সকাল -দুপুর
সবার তুমি রবীন ঠাকুর,
আমার কথা কেই বা শোনে
বলছি কথা নিজের মনে।

জানি,তুমি মস্ত বড়
ঐ যে ছবি ,দুলছে মালা
মেঝের উপর প্রদীপ জ্বালা।

জন্মদিনে তোমায় বলি
ঐ যে আমার বই এর থলি
ওরই মধ্যে সহজপাঠ,
পড়েছি তার চারটি ছড়া
স্কুলেতে দেয় যেমন পড়া।

ছড়ার মধ্যে সেই যে লেখা
হারিয়ে পাওয়া আলোটিরে
নাচায় ডালে ফিরে ফিরে
ঝুমকো ফুলের লতা।

কেউ দেবেনা বুঝিয়ে আমায়
ব্যস্ত সবাই ,তোমায় জানাই
কাচের বাধা সরিয়ে ফেলো
আমার দিকে চোখটি মেলো
রবিন ঠাকুর, স্বপ্নে তুমি এসো।

ঝুমকো লতায় আলোর নাচন
বুঝিয়ে দিও তোমার মতন
রবিন ঠাকুর,আমায় তুমি
একটু ভালোবেসো।

Loading comments...