Baburam Sapure || বাবুরাম সাপুড়ে || Bengali Rhymes-সুকুমার রায় || Angira Sain

4 years ago
3

বাবুরাম সাপুড়ে

বাবুরাম সাপুড়ে, কোথা যাস্‌ বাপুরে?
আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা—
যে সাপের চোখ্‌ নেই, শিং নেই নোখ্‌ নেই,
ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস্‌ফাঁস্‌, মারে নাকো ঢুঁশঢাঁশ,
নেই কোন উৎপাত, খায় শুধু দুধ ভাত—
সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত?
তেড়ে মেরে ডাণ্ডা ক’রে দেই ঠাণ্ডা।

এক যে ছিল রাজা ,সুকুমার রায়,ভয় পেয়ো না.বাচ্চাদের হাসির ছড়া,পুতুলের ছড়া,গ্রীষ্মের ছড়া,বাংলা ছড়া,তালগাছ ছড়া

Loading comments...