Munmun mukherjee recitation | Prem Elo Na | প্রেম এল না | বাংলা কবিতা আবৃত্তি।

3 years ago
54

Poem : Prem Elo Na
Written by : Kabita Singha
Recitation by : Munmun Mukherjee
Music Arranged by : Santanu Banerjee
Keyboard : Debasish
Violin : Ayan
Recrding & Mixing : Kaushik Som
Camera : Nilanjan
Edit : Soumyadip

Prem Elo Na Bengali Poem Lyrics In Bengali :
বুকের ভেতর প্রেম এলোনা
প্রেমের জন্য দুঃখ এলো।
বৃক্ষ দিলে, পত্র দিলে
শাখায় শাখায় পুষ্প দিলে
পুষ্পে পুষ্পে মধুর ছিটে বোঁটায়
আসল ফল এলোনা।
ফল এলোনা, ফল এলোনা
ফলের জন্য দুঃখ এলো।
বুকের ভেতর প্রেম এলোনা
প্রেমের জন্য দুঃখ এলো।

বৃথায় তবে শরীর দিলে
শরীর জুড়ে আত্মা দিলে
বয়সকালের ইন্দ্রজালে
দেহের ভিতর বংশবৃদ্ধি
দেহের যত অন্ধি-সন্ধি
ঘুরে মরলাম, মাথা কুটলাম।
শরীর নিয়ে দুঃখ এলো
বুকের মধ্যে প্রেম এলোনা,
প্রেম এলোনা, দুঃখ এলো
প্রেম যে কেমন জানার জন্য, দুঃখ এলো
সব পেয়ে যা পাওয়া হলোনা
তারই জন্য কষ্ট হলো,
প্রেমের জন্য কষ্ট হলো।
প্রেম যে কেমন
কামড়ে দেখার ছুঁয়ে দেখার ছেনে দেখার
বুকে পেষার জন্য, বড়ো কষ্ট হলো।
প্রেমের জন্য বুকের মধ্যে কষ্ট হয়ে
প্রেম কি হলো?
বুকের ভেতর প্রেম এলোনা,
প্রেম এলোনা, দুঃখ এলো।

বুকের ভেতর প্রেম এলোনা বাংলা কবিতা আবৃত্তি - মুনমুন মুখার্জী :

Loading comments...