অবহেলা তুমি করেছো

12 days ago
14

অবহেলা এমন এক যন্ত্রণা, যা ধীরে ধীরে ভেতরটা পুড়িয়ে দেয়। তুমি অবহেলা করেছো, কিন্তু জানো না — সেই অবহেলার প্রতিটি মুহূর্ত আমি কেমন কষ্টে কাটিয়েছি। ভালোবাসা থাকলেও যখন অবহেলা আসে, তখন সম্পর্কটা ধীরে ধীরে ভেঙে যায়, শুধু থেকে যায় কিছু নীরব স্মৃতি আর অপূর্ণ অনুভূতি।

Loading comments...