ইসলাম কখনো বিজ্ঞানের বিরোধিতা করেনি | Islam and Science

30 days ago
17

ইসলাম কখনো বিজ্ঞানের বিরোধিতা করেনি। বরং উৎসাহ দিয়েছে জ্ঞান অর্জনে। কুরআনের শতাধিক আয়াত মানুষকে দেখে, চিন্তা করে, গবেষণা করতে উদ্বুদ্ধ করে। ইবনে সিনা, আল-বিরুনী, জাবির ইবনে হাইয়ানসহ বহু মুসলিম বিজ্ঞানী ছিলেন ধার্মিক এবং বিজ্ঞানের অগ্রদূত।
ইসলামে বিজ্ঞান মানে সৃষ্টির পেছনে স্রষ্টার নিদর্শন খুঁজে পাওয়া। জ্ঞান ও ঈমান দুটোই ইসলামের ছায়াতলে বিকশিত হয়। ইসলাম এক পূর্ণাঙ্গ জ্ঞানের ভান্ডার, যেখান থেকে হাজারো জ্ঞানের সূচনা।#Islam #Science #Quran #Knowledge #IslamicShorts #IslamMotivation #MuslimScientists #IslamAndScience #IslamicVideo #QuranAndScience

Loading comments...