ভিডিও || ভারতের স্বাধীনতা দিবসের নাটকে বোরকাপরা মুসলিম মেয়েদের জঙ্গি হিসেবে উপস্থাপন

1 month ago
25

ভারতের গুজরাট রাজ্যের ভবনগরের কুম্ভারওয়াডা স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি নাটকে বোরকাপরা মুসলিম মেয়েদের ‘জঙ্গি’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
গত ১৭ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে সংবাদমাধ্যম মুসলিম মিরর জানায়, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে স্কুল কর্তৃপক্ষের আয়োজন করা একটি নাটকে ছোট ছোট মেয়েদের বোরকা পরিহিত অবস্থায় জঙ্গি চরিত্রে উপস্থাপন করা হয়। নাটকটি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মঞ্চস্থ হয়। পরবর্তীতে নাটকের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ।
সমালোচকদের অভিযোগ, নাটকটি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের প্রতি অপমানজনক নয়, বরং এটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল জায়গায় ইসলামফোবিয়া ও ঘৃণা ছড়ানোর একটি স্পষ্ট নিদর্শন।
স্থানীয় বাসিন্দা শাহিদ খান বলেন, 'এটি কোনো নাটক নয়, এটি বিষ। স্বাধীনতা দিবসের মতো দিনে, যেখানে একতা ও ভ্রাতৃত্বের বার্তা দেওয়ার কথা, সেখানে মুসলিমদের জঙ্গি হিসেবে দেখানো অত্যন্ত দুঃখজনক।'
একজন অভিভাবক ফাতিমা বানু বলেন, 'এ ধরনের উপস্থাপনা কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সমাজে বিভাজন তৈরির একটি উদ্দেশ্যপ্রণোদিত কাজ।'
নাটকের দৃশ্য ভাইরাল হওয়ার পর দেশব্যাপী নানা মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলছেন শিক্ষা প্রতিষ্ঠানে এমন বিতর্কিত ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানো কেন অনুমোদন পায়?
অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ইকবাল আনসারি বলেন, 'যখন পাঠ্যবইতেই পক্ষপাত লক্ষ্য করা যায়, তখন এমন নাটকও আশ্চর্যজনক নয়। কিন্তু প্রশ্ন হলো, পরবর্তী প্রজন্ম এর থেকে কী শিখবে?'
আইনজীবী নাসিম আহমেদ বলেন, 'একজন হিন্দু যদি অপরাধে জড়ায়, তাকে 'অপরাধী' বলা হয়; আর মুসলিম হলে সে ‘জঙ্গি’, এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিই আমাদের সমাজে ঘৃণার ভিত্তি তৈরি করছে।'
ছাত্রনেতা আসলাম পাঠান মন্তব্য করেন, 'এটি সেই গুজরাট নয়, যে গুজরাট মহাত্মা গান্ধীর শান্তির বার্তা বহন করে। আজকের গুজরাটে মুসলিম মেয়েদের জঙ্গি হিসেবে দেখানো হচ্ছে, এটি স্বাধীনতার মূল চেতনারই পরিপন্থী।'
উল্লেখ্য, ভবনগরের এই ঘটনা শুধুমাত্র একটি স্থানীয় বিতর্ক নয়, বরং এটি বৃহত্তর সামাজিক প্রবণতার প্রতিফলন। শিক্ষাঙ্গনে জাতীয়তাবাদের আড়ালে ঘৃণা ছড়ানো যেন ক্রমেই সাধারণ হয়ে উঠছে।

Loading comments...