ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম গরু ব্যবসায়ীদের উপর হিন্দুত্ববাদীদের হামলা

1 month ago
11

ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে চার মুসলিম গরু ব্যবসায়ী হিন্দুত্ববাদী হামলার শিকার হয়েছেন। বৈধ কাগজপত্রসহ গরু পরিবহন করছিলেন এমন সুনির্দিষ্ট তথ্য থাকার পরও, ওই ব্যবসায়ীদের হাত বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং জনসমক্ষে কান ধরে ঘোরানো হয়।

ভারতীয় গণমাধ্যম দ্য অবজারভার পোস্ট এক প্রতিবেদনে জানায়, গত ৩১ জুলাই পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মুসলিম ব্যবসায়ীরা একটি গরুর হাট থেকে পশু কিনে ফিরছিলেন, এবং তারা বৈধ পশু পরিবহনের কাগজপত্রও সঙ্গে রেখেছিলেন। তবু তাদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ আনা হয় এবং তাদের বাংলাদেশি পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়।

বিস্ময়করভাবে, ঘটনাস্থলটি স্থানীয় থানার মাত্র ২০০ মিটার দূরে হলেও, হামলাকারীরা প্রায় নির্বিঘ্নে তাদের কাজ সম্পন্ন করে।

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক ক্ষোভ এবং উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাম্প্রতিক বছরগুলোতে হি/ন্দুত্ববা*দী উ/গ্রবাদ ও মুসলিম বিদ্বেষের ক্রমবর্ধমান ধারাবাহিকতা।

Loading comments...