Hasate Dekho, Gaite Dekho (হাসাতে দেখো) 💔 A Song About Hidden Pain । Sabiha Dx

2 months ago
1

✨ "হাসাতে দেখো, গাইতে দেখো... দেখো না কেউ হাসি শেষে, নীরবতা..." ✨

যে মানুষটা সবাইকে হাসায়, তার ভেতরের কান্নাটা ক'জন দেখে? এই গানটি সেই সব হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা না বলা কষ্টের। আমার কন্ঠে এই soulful গানটি আপনাদের জন্য নিয়ে এলাম।

এই গানটি কি আপনার মনের কথা বলে? কমেন্টে জানাতে ভুলবেন না। 💔

∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙

♡ SHOW YOUR LOVE & SUPPORT ♡
・ 👍 LIKE করুন যদি গানটি আপনার হৃদয় ছুঁয়ে যায়।
・ 🚀 SUBSCRIBE করে আমাদের #DX_Squad পরিবারের অংশ হয়ে যান: [আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব লিঙ্ক]
・ 💬 COMMENT করে আপনার অনুভূতি জানান।
・ 🔔 BELL আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন কোনো গান মিস না হয়!

∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙

🎤 **গানের কথা: হাসাতে দেখো, গাইতে দেখো**

হাসাতে দেখো, গাইতে দেখো,
অনেক কথায় মুখর আমায় দেখো।
দেখো না কেউ হাসি শেষে, নীরবতা।

বোঝে না কেউ তো চিনলো না,
বোঝে না আমার কি ব্যথা।
চেনার মত কেউ চিনলো না, এই আমাকে।

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে,
আমার চোখের কোণে নোনা ছবি আঁকে।
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব,
অবশেষে আমি আঁধারের রাজাধিরাজ।

নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম,
বোঝে না কেউ তো চিনলো না,
বোঝে না আমার কি ব্যথা।
চেনার মত কেউ চিনলো না, এই আমাকে।

#HasateDekhoGaiteDekho #BengaliSadSong #SabihaDx #BanglaGaan #KosterGaan #EmotionalSong #Nirobota

∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙∙

💼 For Business Inquiries:
📧 Email: [email protected]

--- Original Song Credits ---
Song: Hasate Dekho, Gaite Dekho
Cover by: Sabiha Dx

Disclaimer: This is a cover version of a popular song, created for entertainment purposes only. All rights belong to the original artists. No copyright infringement intended.

Loading comments...