আফগানিস্তানের কাবুলে নতুন এয়ার কন্ডিশনার তৈরির কারখানা চালু

2 months ago
8

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে নতুন একটি এয়ার কন্ডিশনার (এসি) তৈরি কারখানা চালু করা হয়েছে। নতুন এই কারখানা বিদ্যুৎ ও সৌরশক্তি চালিত এসি তৈরি শুরু করেছে। কারখানাটিতে প্রায় ৪০ জন লোক কাজ করে থাকেন। নিজ দেশে তৈরি এসি গুণমানে যেমন উন্নত, তেমনি দামেও সস্তা।

টেকসই ও দেশীয় পণ্য উৎপাদনের পথে এটিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুবিধ সুবিধাদি সহজলভ্য করেছে ইমারতে ইসলামিয়া সরকার, যা দেশটিতে কারখানা কার্যক্রম প্রসারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ভিডিও কার্টেসীঃ RTA World

Loading comments...