গরীবের রক্ত শোষণকারী পাবনার একদন্ত ইউনিয়নের ভুমি কর্মকর্তা ফিরোজ খান

3 months ago
2

পাবনা আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নবাসী অধিকাংশ কৃষক, দিনমজুর বা স্বল্প আয়ের মানুষ। রোদ, বৃষ্টি, ঝর, খরা মাথায়

নিয়ে চাষাবাদ করে ফসল ফলায়। দিনমজুররা ঘাম ঝরিয়ে আয় করে জীবন নির্বাহ করে। সরকারী নিয়ম মেনে খাজনা-খারিজ করে নিজেদের জমি

নিষ্কণ্টক রাখতে চান তারা। কিন্তু জমির খাজনা, খারিজ সরকারী ফি কত তা তাদের জানতে দেন না একদন্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ

ফিরোজ খান।, অফিসে গেলেই চান হাজার হাজার টাকা।
২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা ১০ টাকা এবং সারাদেশে যেকোনো জমির নাম খারিজের সর্ব মোট খরচ ১১৭০ টাকা। ভুমি অফিস ক্যাশলেস ও

পেপারলেস, সকল কাজ নিজে নিজেই অনলাইনে করা যাবে বলে জানালেন এই সকল কর্মকর্তারা

Loading comments...