ভারতে মুসলিম পরিচয়ের কারণে ফল বিক্রেতাদের লাঞ্ছিত করলো হিন্দুত্ববাদীরা

4 months ago
20

ভারতের উত্তর প্রদেশের বারাণসীর ব্রজ ঘাটে এক ভয়াবহ ধর্মীয় বিদ্বেষমূলক ঘটনা ঘটেছে। মুসলিম পরিচয় প্রকাশ না করায় কয়েকজন ফল বিক্রেতাকে প্রকাশ্যে লাঞ্ছিত করেছে এক কট্টর হিন্দুত্ববাদী ব্যক্তি। সে মুসলিমদের উদ্দেশে 'মুল্লে' বলে গালি ছুঁড়ে দেয় এবং হুমকি দেয়, মুসলিম বিক্রেতারা যদি ওই এলাকায় আবার কখনো যায়, তবে তাদের পরিণতি হবে ভয়াবহ। এখানেই থেমে না গিয়ে, সে এক বিক্রেতাকে বলেছে: 'তোমার ঠেলাগাড়িতে লিখে দাও, তুমি মুল্লে।' অর্থাৎ প্রকাশ্যে মুসলিম পরিচয় লিখে রাখতে হবে।

গত ২৩ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতে ধর্মীয় বিদ্বেষ ও সহিংসতা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম 'হিন্দুত্ব ওয়াচ'। প্রতিবেদনে জানানো হয়, গত ৩০ এপ্রিল ঘটনাটি ঘটে। যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

এই ঘটনা নিছক অপমান নয়, বরং ভারতের মুসলিমদের প্রতি দিন দিন বেড়ে চলা ঘৃণা ও নিপীড়নের নগ্ন বহিঃপ্রকাশ। আজকের ভারতে মুসলিমদের জন্য শুধুমাত্র ধর্মীয় পরিচয়ই হয়ে উঠছে একটি 'অপরাধ।' যেকোন তুচ্ছ অজুহাতে মুসলিমদের উপর হামলে পড়ছে উগ্র হিন্দুত্ববাদীরা। কাজের জায়গা, রাস্তাঘাট, এমনকি ছোট ছোট জীবিকা নির্বাহের ক্ষেত্রেও তারা প্রতিনিয়ত অপমানিত, বর্জিত ও হয়রানির শিকার হচ্ছেন।

বারাণসীর এই ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপের খবর মেলেনি।

Loading comments...