হাদীস পডকাস্ট। অতিভোজন বিষয়ে হাদীস।

5 months ago
9

অতিভোজন সম্পর্কে সহীহ হাদীস। hadith on over-eating.
২৩৮০। মিকদাম ইবনু মাদীকারিব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মানুষ পেট হতে অধিক নিকৃষ্ট কোন পাত্র পূর্ণ করে না। মেরুদণ্ড সোজা রাখতে পারে এমন কয়েক গ্রাস খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। তার চেয়েও বেশি প্রয়োজন হলে পাকস্থলীর এক-তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।

Loading 1 comment...