শ্রদ্ধা | (চৈ. চ. ২।২২।৩৬-৪১)।

5 months ago
46

শ্রদ্ধা-শাস্ত্রবাক্যে সুদৃঢ় নিশ্চিত বিশ্বাস। শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তিমার্গের প্রকৃত অধিকারী। শ্রদ্ধা ত্রিবিধ, যথা-উত্তম, মধ্যম ও কনিষ্ঠ বা কোমল। শাস্ত্র-জ্ঞানে ও তদনুগত যুক্তিতে নিঃসন্দেহ বিশ্বাস-উত্তম বা প্রৌঢ় শ্রদ্ধা। এরূপ শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তিমার্গের উত্তম অধিকারী। শাস্ত্রজ্ঞান ও যুক্তিতে অভিজ্ঞতা ব্যতীতও যে অবিচলিত বিশ্বাস তাহা মধ্যম শ্রদ্ধা। এরূপ শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তিমার্গের মধ্যম অধিকারী। যে শ্রদ্ধা বা বিশ্বাস প্রতিকূল যুক্তিতে বিচলিত হইতে পারে, তাহা কনিজ বা কোমল শ্রদ্ধা। এরূপ শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তি-মার্গের কনিষ্ঠ অধিকারী (চৈ. চ. ২।২২।৩৬-৪১)।

Loading comments...