স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ খবর! বাজার কাঁপাতে হাজির একেবারে সস্তার 5g স্মার্টফোন!

6 months ago
9

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ খবর!

বাজার কাঁপাতে হাজির একেবারে সস্তার 5g স্মার্টফোন!

কোন কোম্পানি দিচ্ছে এমন চমক?

কি কি মিলছে এই ফোনে?

বিস্তারিত জানতে দেখতেই হবে আমাদের এই ভিডিও

বয়সটা ৮ হোক কিংবা ৮০। আজকাল সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কমবেশি সকলেই ফাইভ জি ফোন কেনার দৌড়ে এগিয়ে চলেছেন। যদিও একটা সময় 5g ফোনের দাম এতটাই বেশি ছিল যে মন চাইলেও কেনা যেত না। তবে বর্তমানে সে সব অতীত। এখন খুব অল্প দামের মধ্যেই মনের মত ফাইভ জি ফোন পাওয়া যাচ্ছে বাজারে। আসলে সাধারণ মানুষের পকেটের কথা চিন্তা করেই সস্তার ফাইভ-জি ফোন বাজারে লঞ্চ করেছে রিয়েল মি, রেডমি, vivo, opor মতো কোম্পানি গুলি। তবে এবার মিলতে চলেছে আরো বড় চমক। একেবারে কম খরচে দুর্ধর্ষ স্মার্টফোন বাজারে আনলো জনপ্রিয় একটি স্মার্টফোন সংস্থা। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক কম দামি সংস্থা আনছে এই ফোন। মিলছে কোন কোন সুবিধা।

না নতুন ফোন আসলো না বাজারে আসলে বর্তমানে বেশ কিছু অনলাইন সাইডে স্মার্টফোনের উপর মিলছে দুর্দান্ত ছার। এই ফোনের ক্ষেত্রেও হলো তেমনটাই। যেসব ইউজাররা কম দামে 5G Phone খুঁজছেন, তাদের জন্য 8GB RAM সহ Infinix Hot 50 5G ফোনটি বাজেট রেঞ্জে সেল করা হচ্ছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনটি 2,250 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক ডেভিড কার্ডের মাধ্যমে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Hot 50 5G ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।

Infinix Hot 50 5G এর স্পেসিফিকেশন

Infinix Hot 50 5G ফোনটির 8GB RAM + 128GB Storage অপশন 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি 2,250 টাকা পর্যন্ত ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে।
এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ছাড় পাওয়া যাচ্ছে। 6 বা 9 মাসের ইএমআইয়ের ক্ষেত্রে এই ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
এই ছাড় সহ Infinix Hot 50 5G ফোনের ইফেক্টিভ দাম মাত্র 8,749 টাকা।
ফোনটি কেনার সময় HDFC Bank ডেভিড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সম্পূর্ণ পেমেন্ট করলে, কোম্পানির পক্ষ থেকে 1,500 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে।
এই ডিসকাউন্ট সহ 5G ফোনটির দাম 9,499 টাকা হবে।
অন্যান্য ব্যাঙ্ক ইউজাররা এই 8GB RAM সহ 5G ফোনটি 1 টাকা ডিসকাউন্ট সহ কিনতে পারবেন।

নোট: শপিং সাইট ফ্লিপকার্টের পক্ষ থেকে এই ফোনটিতে প্যাকেজিং ও অফার হ্যান্ডেলিং চার্জও নেওয়া হচ্ছে। এটি যথাক্রমে 59 টাকা এবং 49 টাকা হবে। জানিয়ে রাখি ইএমআইয়ের ক্ষেত্রে ব্যাঙ্ক ইন্টারেস্টও লাগবে। সমস্ত চার্জ সহ 8GB RAM সহ 10,999 টাকা দামের ফোনটি 8,857 টাকা দামে কেনা যাবে। ফোনটি কেনার জন্য এবং এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

Infinix Hot 50 5G এর স্পেসিফিকেশন
6.7″ HD+ 120Hz Display
MediaTek Dimensity 6300
8GB RAM + 128GB ROM
8GB Virtual RAM
48MP Dual Rear Camera
8MP Selfie Camera
18W 5,000mAh Battery
ডিসপ্লে: Infinix Hot 50 5G ফোনে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 93.9% স্ক্রিন টু বডি রেশিও এবং পাঞ্চ হোল কাটআউট রয়েছে। জানিয়ে রাখি এই ফোনের থিকনেস মাত্র 7.8এমএম।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Infinix Hot 50 5G ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ সহ দুটি মডেলে পেশ করা হয়েছে। এই ফোনে 8GB পর্যন্ত Virtual RAM দেওয়া হয়েছে। যার ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: Infinix Hot 50 5G ফোনে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 48MP Sony IMX582 প্রাইমারি এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য LED ফ্ল্যাশ সহ 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

Loading comments...