ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ৩৭০ জন দাওরায়ে হাদিসে স্নাতকের সংবর্ধনা

8 months ago
57

প্রায় এক মাস আগে কাবুলে শামস-উল-উলুম ইসলামিক ইউনিভার্সিটিতে একটি বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে ৩৭০ জন শিক্ষার্থী দাওরায়ে হাদিস কোর্সে স্নাতক হন। অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার প্রখ্যাত আলেম শাইখুল হাদিস দীন মুহাম্মদ হাফিযাহুল্লাহ শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ তাদের মাথায় বিশেষ সম্মানসূচক পাগড়ি (তুরবান) পরিয়ে দেন।

এছাড়াও অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ, প্রতিরক্ষা মন্ত্রী মৌলভি মুহাম্মদ ইয়াকুব মু#জাহিদ হাফিযাহুল্লাহ, শিক্ষা মন্ত্রী মৌলভি হাবিবুল্লাহ আঘা হাফিযাহুল্লাহ, এবং পানি ও শক্তি মন্ত্রী মৌলভি আব্দুল লতিফ মানসুর হাফিযাহুল্লাহ। তাদের পাশাপাশি স্থানীয় আলেম-উলামা, মুজা#হিদিন এবং বিপুল আফগান সংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত উমারাগণ তাদের বক্তৃতায় ইসলামি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে ইসলামি শিক্ষা অপরিহার্য। এছাড়াও উপস্থিত উমারাগণ আফগানিস্তানকে নতুনভাবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে, ইসলামি মূল্যবোধ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে তারা দেশকে ইসলামি আদর্শে পরিচালিত করার ওপর জোর দেন।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া প্রশাসন শুধুমাত্র দেশের অবকাঠামোগত উন্নয়নেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না, বরং আলেম-উলামাদের মাধ্যমে ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ইসলামিক শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং দেশজুড়ে অসংখ্য আলেম-উলামা তৈরি হচ্ছে।

Loading comments...