আতঙ্ক ও অসহিষ্ণুতা:সাম্প্রদায়িক হয়রানীর স্বীকার রাতলামের তিন মুসলিম শিশু

29 days ago
22

মধ্যপ্রদেশের রতলামে, অমৃত সাগর লেকের কাছে দুই হিন্দু তরুণ দ্বারা লাঞ্ছিত হয় তিন মুসলিম শিশু এবং জোরপূর্বক তাদের "জয় শ্রী রাম" বলতে বাধ্য করা হয়ে। প্রায় এক মাস আগে ঘটে যাওয়া এই ঘটনা ভিডিও অনলাইনে প্রকাশের পর এই বর্বরতা প্রকাশ্যে আসে। আক্রমণকারি শিশুদের মুসলিম পরিচয়ের জন্য তাদের আক্রমণ করে, তাদের এই ভারতের পদক্ষেপ সাম্প্রদায়িক বিদ্বেষ প্রতিফলিত করে। এরই মাধ্যমে তিব্র আতঙ্ক ও জনরোষের পরে আইনি পদক্ষেপ নেওয়া হয়।

Loading comments...