Premium Only Content

জবা গাছের ডাল কখন কাটবো/Hibiscus pruning time #shorts #plants #garden #hibiscus #গাছ #flowers
বর্ষা কালটা হলো কাটিং করার আদর্শ সময় । বর্ষা কালে কাটিং করলে যতটা সাফল্য পাবেন খুব গরম বা খুব শীতকালে করলে সেই হারে সাফল্য পাওয়া মুশকিল । কারণটা হলো বাতাসে আদ্রতা। খুব গরমকাল বা খুব শীতকালে বাতাসে আদ্রতা খুব কম থাকে ,তাই কাটিং টা শুকিয়ে নষ্ট হয়ে যায় অধিকাংশ সময়ই । আপনি বলবেন তাতে কি , প্লাস্টিক দিয়ে মুড়ে দেব ,দিতেই পারেন ,তাতে আদ্রতা থাকবে কিন্তু ফাঙ্গাস হয়ে কাটিংটা পচে নষ্ট হয়ে যাবে। আপনি বলবেন এন্টি ফাঙ্গাল স্প্রে করে দেব নাহয়। আমার অভিজ্ঞতা তে এন্টি ফাঙ্গাল স্প্রে করলে রুট বেরাতে অনেক দেরি করে। মাসের পর মাস আপনাকে অপেক্ষা করতে হবে। তার ওপর এত খাটনি খাটতে হবে যে উৎসাহ হারিয়ে ফেলবেন!!
খুব গরমকাল বা খুব শীতকালেও কাটিং করা যায়।সেটা আর একটা নিনজা টেকনিক ,অন্য দিন বলবো নাহয়।
তাছাড়া বর্ষা কালে এমনিতেই জবা গাছ গ্রোও মোডে থাকে ,জেনেটিক সিগন্যাল এর জন্য।কয়েক কোটি বছরের অভ্যাস , সেটাকে কাজে লাগাতে পারলেই দেখবেন ম্যাজিক হচ্ছে । তাই আমি বলবো বর্ষা কাল টাকেই টার্গেট করুন, একদম বিনা খাটুনিতে কাজ হয়ে যাবে।
এবার একটা নিনজা টেকনিক্ বলি, accu weather app টা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন, এটাতে মোটামুটি নেক্সট ১ মাসের দিন হিসাবে আদ্রতা কেমন থাকবে একটা আন্দাজ দেওয়া থাকে , এটা মোটামুটি ঠিকথাক দেখায়। দেখে নিন পর পর ৪/৫ দিন কোন সময়টা আদ্রতা মোটামুটি ভালো থাকছে , তার থেকেও বড় কথা আদ্রতা consistent থাকছে। অদ্রতার খুব বেশি হেরফের হলে ( বেশির দিকে থাকা অবস্থাতেও ) ফাঙ্গাস এর সমস্যা বেশি হয়।
ব্যাস সেই হিসাবে কাটিং জলে দিন।দেখবেন ৩/৪ দিনে রুট বেরিয়ে যাচ্ছে। অবশ্য নিচের বিষয় গুলি যদি মেনে চলেন তবেই কিন্তু !!
খুব সরু ডাল নিলে কিন্তু সমস্যা আছে। এটলিস্ট পেন্সিল যতটা মোটা ওরকম ডাল নিন,যত মোটা ডাল হবে তত ভালো । মোটা ডালে অনেক বেশি আদ্রতা ধরে রাখতে পারবে।
৭ থেকে ৮ ইঞ্চির মধ্যে যেন কাটিং টা থাকে । এর থেকে ছোট কাটিং নিলে শাখা কম বেরোবে ,আর এর থেকে বড় নিলে শিকড় দেরিতে গজাবে । আমার হিসাবে এই সাইজ টা হলো optimum।
গাছ থেকে কাটিং টা নেওয়ার সময় প্রুনিং টুল বেবহার করুন। কাট করার আগে ডেটল বা স্যাভলন দিয়ে একটু মুছে নেবেন। কাটার সময় ৪৫ ডিগ্রি তে কাট টা করবেন। এই সবকটা জিনিস কিন্তু খুব গুরুত্ত্বপূর্ণ। একদম শার্প কাট না করলে ,আর ডেটল দিয়ে disinfect নক করলে ফাঙ্গাল ইনফেক্টিন হয়ে কাটিং টার বারোটা বেজে যাবে। ৪৫ ডিগ্রি এঙ্গেলে কাট করলে সারফেস এরিয়া অনেকটা বেশি পাবে জল টানার জন্য। তাই ওটাও জরুরি।
সব বড়ো পাতা ট্রিম করে দিন একটা নতুন ব্লেড দিয়ে । খুব ছোট পাতা রাখতে পারেন ।কোনও ছোট শাখা যেন না থাকে। বড় পাতা বা ছোট শাখা থাকলে কাটিং টা ওখানেই সব এনার্জি দেবে, ফলে রুট গজাতে দেরী করবে।
এবার কাটিং টার মাথা একটা পলিথিন দিয়ে মুড়ে দিন। এটাও আদ্রতা ধরে রাখার জন্য।
নিচের দিকটা একটা পরিষ্কার ছুরি দিয়ে হালকা করে স্ক্র্যাচ করে দিন, এতে রুট গুলো বেড়াতে পারবো খুব সহজে । খুব বেশি খোঁচা খুঁচি করবেন না যেন!!
এবার একটা জায়গায় খানিকটা বৃষ্টির জল দিয়ে কাটিং গুলো বসিয়ে দিন। বৃষ্টি র জল হলো নিউট্রাল ph , 7 এর কাছাকাছি ,সাথে এটা natural গ্রোথ রেগুলেটর। শিকড় গজানোর জন্য একদম আদর্শ।
প্রতিদিন জল পাল্টান।
দেখবেন ৪/৫ দিনে শিকড় বেড়াতে শুরু করে দেবে।
এবার আসি আমার পার্সোনাল ডার্ক ম্যাজিক এ ।
জলে ১ টা লবঙ্গ ফেলে দেবেন , তারপর ম্যাজিক টা দেখুন !!!
বোঝার সুবিধার জন্য ফটো গুলো দেখুন।
পোস্টটা শেয়ার করে দিন।অনেকেই দেখি কাটিং হচ্ছে না বলে কান্নাকাটি করে ফেসবুকে ,দেখে খারাপ লাগে।
প্রসঙ্গত বলে রাখি এটা একটা universal নিনজা টেকনিক ।অন্য গাছের কাটিং এর জন্যও apply করতে পারেন।
-
1:07:13
The Rubin Report
2 hours agoListen to ‘The View’ Crowd Gasp as Whoopi Goes Against Common Sense
31K22 -
1:55:15
Steven Crowder
3 hours agoActBlue Caught Red-Handed: How Deep Does This Government Fraud Rabbit Hole Go?
317K135 -
LIVE
Benny Johnson
1 hour agoPANIC: AOC Exposed for HIRING Illegal Aliens as Top Staff Self-Deport, Homan Reports to DOJ | JAIL?!
11,211 watching -
1:05:01
Timcast
2 hours agoInfowars Reporter MURDERED Was On Ukrainian "Hit List," Attacks On Tesla Spark CIVIL WAR Fears
70.9K54 -
2:05:43
Matt Kohrs
12 hours agoStock Market Crash: Turnaround Tuesday?! || The MK Show
53.4K4 -
LIVE
LFA TV
16 hours agoTHE WAR WITHIN! | LIVE FROM AMERICA 3.11.25 11AM
6,254 watching -
34:08
BonginoReport
5 hours agoVictory Over Marxism: BLM Plaza Falls (Ep.157) - 03/11/2025
106K99 -
2:15:18
Right Side Broadcasting Network
20 hours agoLIVE REPLAY: House Judiciary Hearing on Antitrust Law and the NCAA - 3/11/25
75K7 -
59:52
The Tom Renz Show
2 hours agoThe Globalist Engineered Economic Collapse Beginning With Attacks on Elon Musk, X & Tesla
14.2K -
1:17:28
The Big Mig™
14 hours ago“DEI with a Side of Debt: Biden’s Trillion-Dollar Giveaway”
10.2K3