বাংলাদেশ VS সৌদি: সৌদিতে কোরবানি ঈদের অন্যরকম অনুভূতি 🇸🇦

7 months ago
45

আসসালামু আলাইকুম।
ঈদ মানেই আনন্দ আর খুশি।সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ-উল-আযহার উষ্ণ শুভেচ্ছা।ঈদ মোবারক।ত্যাগের এই ঈদ আমাদের মুসলিমদের বছরব্যাপী দুটি ঈদের দ্বিতীয়টি।এ কোরবানির ঈদ আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়।মহান আল্লাহ তা'লা এ ঈদের দ্বারা আমাদের বুঝিয়ে দেন যে আমাদের জীবন ভোগের নয় প্রকৃতপক্ষে ত্যাগের। এই ঈদে আমরা মহান আল্লাহ তা'লার সন্তুষ্টি ও নৈকট্য পাওয়ার জন্য উনার উদ্দেশ্যে উনার দ্বীন ইসলামের পথে পশু কোরবানি করে থাকি এবং সর্ব সাধারনের মাঝে বিলিয়ে দেই।মহান আল্লাহ তা'লা যেনো আমাদের সকলের কোরবানিগুলিকে কবুল করে নেন।আমিন।
কোরবনি ঈদের ত্যাগের এই আনন্দ ছড়িয়ে পরুক বিশ্বব্যাপী এবং আমাদের জীবনে বয়ে নিয়ে আসুক সুখ শান্তি ও সমৃদ্ধি এবং মুছে নিয়ে যাক সমস্ত গ্লানি দু:খ ও খারাপ সকল কিছু।সবার ঈদ ভালো কাটুক।সবাই ভালো থাকবেন পরিবারের যত্ন নিবেন।দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য আরেকটি ভিডিওতে।আল্লাহ হাফেজ।

আমার ডেইলি এক্টিভিটিস ট্রাভেল এবং ভ্লগ সম্পর্কে আপডেট পেতে আমাকে Instagram এ ফলো করতে পারেন: 📸
Instagram Username: nnibir_

Contact:
ahmed.nibirr@gmail.com

Loading comments...