ইসরায়েলি সেনা বহনকারী বাসে গুলি করে ঝাঁঝরা করে দিলো! | West Bank Shooting

8 months ago
1

ইসরায়েলি সেনা বহনকারী বাসে গুলি করে ঝাঁঝরা করে দিলো! | West Bank Shootingপশ্চিমতীরে একটি বাস লক্ষ্য করে চালানো এলোপাতাড়ি গুলিতে আহত ৬ ইসরায়েলি সেনা। মারাত্মক আহত হয়েছেন চালকও। দু'জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায়, হেলিকপ্টারের মাধ্যমে নেয়া হয়েছে হালিফা শহরে। বাকিদের স্থানীয় হাসপাতালে দেয়া হচ্ছে চিকিৎসা। ইসরায়েল জানায়, রোববার জেনিন ও নাবলুসের মধ্যবর্তী এলাকায় চালানো হয় হামলা। সেনাসদস্যদের বহনকারী বাসটি গুলিতে ঝাঝঁড়া করে দেয়, হামলাকারী। এসময়, ফায়ার বম্ব ছুঁড়ে যানটিতে অগ্নিসংযোগ করা হয়। নাম-পরিচয় না জানালেও, ঘটনাস্থলের কাছ থেকেই সন্দেহভাজন দুই ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করেছে ইহুদি নিরাপত্তা বাহিনী। এ ঘটনায়, কেউ এখনো দায় স্বীকার করেনি। তবে, সেনাদের ওপর বীরোচিত হামলাকে সাধু্বাদ জানিয়েছে হামাস। শনিবারই, দখলকৃত পশ্চিমতীরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী।

#JamunaTelevision #JTV #West_Bank_Shooting

Loading comments...