নতুন ইসলামী সংগীত : মালিক তুমি জান্নাতে--- | Islamic song l HM Hossain Ahmed ||| ManStone

9 months ago
8

নতুন ইসলামী সংগীত : মালিক তুমি জান্নাতে--- | Islamic song l HM Hossain Ahmed ||| ManStone

আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।

স্বাগত "ManStone Outsourcing BD" পরিবারে ।
বিনোদনের জন্য ইসলামী সংগীতের বিকল্প নেই। এইচ এম হোসাইন আহমেদ। আল্লাহর অশেষ রহমতে অসাধারণ কন্ঠের অধিকারী এই সংগীত শিল্পী। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অন্তর্গত খোশালপুর গ্রামের কৃতি সন্তান। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামণা করি।

===========================================================================

💚 Singer: HM Hossain Ahmed
Channel Name : H M HOSSAIN AHMED ( @hmhossainahmed1999 )
💙 Lyrics & Tune: Abul Ala Masum
---------- সংগীত----------------------
মালিক তুমি জান্নাতে
মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায়,
একটি ঘর বানিয়ে দিও।
সে বিভীষিকাময় মহাদিনে,
তোমার প্রতিবেশি করে নিও।
যে দিন কেহ আসবেনা কারো কোন কাজে,
যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজ্বে,
পুলসেরাত পার হতে গিয়ে,
পিছলে যাবে কত পথিক ,
আবার কেহ পূন্য নিয়ে ,
পার হয়ে যাবে ঠিক-ঠিক,
সে মহাদিনে মহাক্ষণে,পার করে তুমি দিও।
তুমি দিও হাওসে কাওসারের পাশে স্থান,
দিও তুমি শীতল আরশের নিচে সম্মান,
প্রিয় রাসূলের,প্রিয় উম্মাত,
উতরে যাবে এই মহাবিচার,
পরম আনন্দে-জান্নতে,
সাজাবে নব সংসার,
সে মহা আনন্দে-জান্নাতে,
নবীর পাশে জায়গা দিও।।

===================================================================
দয়া করে Subscribe করুন, পাশে থাকুন সব সময়।
ধন্যবাদ।

আল্লাহ্ হাফিজ।

Loading comments...