ওদের বন্ধুত্ব দেখলে কাঁদতে বাধ্য হবেন আপনিও। চোখের পানি ধরে রাখতে পারবেন না। মায়াজাল

2 months ago
3

বন্ধুত্বের মায়াজালে আমরা অথচ অনেকেই হারানো যাওয়ার ভয়ে কখনো আলিঙ্গন করে না। সে ভ্রমণের পথে আমরা সম্ভবত অনেকবার পথ হারিয়ে গেছি, তবে আমাদের মিলন শক্তির সাহায্যে পুনরায় উঠে আসতে হয়েছে। আমাদের বন্ধুত্বের শক্তির সামর্থ্য দেখে কেউই কাঁদতে পারে না, তার শক্তিতে আমরা প্রেমের প্রকৃতির সত্যতা বোঝার ক্ষমতা সম্পর্কে ভবিষ্যতের আলোর অধিকারী হতে পারি। আমরা সাথে থাকায় প্রতিটি দুঃখও সহ্য করতে পারি, কারণ আমরা একে অপরকে নিতান্ত প্রিয়।

Loading comments...