My Life To Live (Vivre sa vie) JEAN-LUC GODARD 1962 eng beng sub

2 months ago
10

Film : My Life To Live
(Vivre Sa Vie)
Director : Jean-Luc Godard
Year : 1962
Spoken language : French
Subtitles : Bangla and English

আজকে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে যে চলচ্চিত্রটি আবার ফিরে দেখতে ইচ্ছে করছে সেটি বহু পুরনো একটি ছবি। ১৯৬২ সালে তৈরি গদারের ছবি 'Vivre Sa Vie' বা 'My Life to Live' এর বঙ্গানুবাদ করলে দাঁড়ায় 'আমার জীবন আমি বাঁচতে চাই'।
বহু মেয়ের মতো নানা প্যারিস শহরে এসেছিল অভিনেত্রী হতে। বহু মেয়ের মতোই বাস্তবে তার স্বপ্ন আদৌ সত্যি হয়নি। এই চিরাচরিত গল্পটি গদারের হাতে এক অবিস্মরণীয় মাত্রা পায় যখন আমরা দেখি রূপোজীবিনী নানার মুখের ক্লোজ-আপ মিলেমিশে যায় জোয়ান অফ আর্কের মুখচ্ছবির সাথে। নানা তখন আমাদের পরিচিত নারীর রুপকল্প ছাপিয়ে কালজয়ী চরিত্র হয়ে ওঠে। শ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ কি নানাকে তার প্রাপ্য সম্মান বা নিরাপত্তা এনে দিতে পারে?

(ইউটিউবের সেটিংস থেকে আপনি সাবটাইটেল এর ভাষা পছন্দ করে নিতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষার সাবটাইটেল রয়েছে।)

Loading comments...