মাছের দাম । কাওরান বাজার, ঢাকা । FISH PRICE । KAWRAN BAZAR | DHAKA | কৃষিবিজ্ঞান | Krishi Biggan |

1 year ago
10

কৃষি বাংলাদেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত। এ দেশের অসংখ্য মানুষ জীবন ধারণের জন্য কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষি এ দেশের অর্থনীতিতে ব্যপক ভূমিকা পালন করে। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র দূরীকরণ, খাদ্য নিরাপত্তা, মানব সম্পদ উন্নয়ন ইত্যাদিতে কৃষি খাতের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের এই কৃষির একটি বড় খাত হচ্ছে পশুসম্পদ। গবাদীপশু পালনের মাধ্যমে এই দেশের অসংখ্য মানুষ, বেকার যুবক স্বাবলম্বী হচ্ছে, ষাড় মোটাতাজাকরণ, দুগ্ধ উৎপাদন, ছাগল এবং ভেড়া পালন সহ কবুতর পালনের মাধ্যমে অনেকেই জীবন বদলেছেন নিজ প্রচেষ্টায়। এসব সফল উদ্যােক্তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহন করে ছোট খামার থেকে আজ বড় বড় ফার্মের মালিক হয়েছেন। কৃষিতেই শক্তি, কৃষিতেই সম্বৃদ্ধি। আপনারা যারা আধুনিক কৃষিকাজের মাধ্যমে জীবন বদলাতে চান, তারা ফলের বাগান, সবজী বাগান, পশু পালন করতে পারেন। পশু-পাখী পালনসহ কৃষির নানাবিধ দিক নিয়ে আমরা চেষ্টা করবো এই চ্যানেলে ভিডিও প্রদানের মাধ্যমে মানুষের অভিজ্ঞতা শেয়ার করার। এসব ভিডিও যদি আপনাদের উন্নতি সাধনে কাজে আসে তবেই আমাদের স্বার্থকতা।

Loading comments...