পবিত্র শবে বরাত ও ইমাম মাহদী (আ.)

8 months ago
5

পবিত্র শবেবরাতে জন্মগ্রহণ করেন বর্তমান যুগের ইমাম ও রসুল (স.)’র শেষ বংশধর হজরত ইমাম মেহদী আখেরুজ্জামান (আ.)। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ সৌভাগ্য। আরবিতে বলে ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রাত। এজন্য প্রতি হিজরি সালের ১৫ শাবানের রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে গণনা করা হয়।

Loading comments...