যৌতুক একটি নিরব ঘাতক অপরাধ। যৌতুককে 'না' বলুন। সুন্দর আগামী সমাজ গড়ে তুলুন

4 months ago
19

যৌতুক একটি নিরব ঘাতক অপরাধ। যৌতুককে 'না' বলুন। সুন্দর আগামী সমাজ গড়ে তুলুন #যৌতুক #উপহার #বিয়ে #বর #কনে

যৌতুক একটি নিরব ঘাতক। সমাজের ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত সব মহলেই এর চর্চা রয়েছে। বিভিন্ন মৌসুমি খোলসে যৌতুকের দানবীয় উপস্থিতি বহু মানুষকে পিষ্ট করে চলেছে। বিয়ের দিন যে যৌতুক বরপক্ষ উশুল করে তাকে আমাদের সমাজ খাটো চোখে দেখলেও এর পর থেকে বিরামহীন যৌতুকের ধারাবাহিকতা শুরু হয়, তাকে কিন্তু সমাজ বিশাল সম্মানের বিষয়ই মনে করে থাকে।

অথচ বিয়ের দিনের যৌতুক তো শুধু ভূমিকামাত্র। এরপর শুরু হয় বিভিন্ন মৌসুমি ছদ্মনামে যৌতুক আদায়ের মহোৎসব। যেমন, রমজানে ইফতারি পাঠানো, ঈদুল ফিতরে সেমাই-চিনি, ঈদুল আজহায় কোরবানির পশু, ফলের মৌসুমে মৌসুমি ফল ইত্যাদি। এর ধারাবাহিকতা যেন মৌসুমের সঙ্গে সঙ্গে বিভিন্ন নামে সারা বছরই লেগে থাকে, যা আদায় করতে গিয়ে কনেপক্ষ হয়ে পড়ে দিশাহারা। কারো কারো ক্ষেত্রে শরণাপন্ন হতে হয় সুদি মহাজনের কাছে কিংবা কখনো হারিয়ে ফেলতে হয় নিজেদের শেষ সম্বলটুকু। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও টানাপড়েনের এই কঠিন সময়েও সামর্থ্য না থাকা সত্ত্বেও আত্মীয়দের চাপে পড়ে দিতে হয় ইফতারি, ঈদ উপহার, মৌসুমি ফলসহ নানা রঙের যৌতুক, যা অনেকটা অন্যায়ভাবে উপহার আদায়ের নামান্তর।
যৌতুকের প্রচলনে আমরা নিজেরাই দায়ী। কার শ্বশুরবাড়ি থেকে কী পরিমাণ যৌতুক এলো এ নিয়ে আমাদের সমাজে খুব বেশি অহংকার করা হয়। ফলে শ্বশুরালয়ের লোকদের মধ্যে এমন চিন্তা কাজ করে যে সবার বাড়িতে উপহার এলো, আমার বাড়িতে এলো না, আমি গরিবের সঙ্গে আত্মীয়তা করলাম? এমন হীন মানসিকতাই আমাদের সবাইকে এই নোংরা ‘ভিক্ষা’ নিতে বাধ্য করে।
আবার অনেক কনের বাবাও মেয়ের বাড়িতে ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন অহেতুক বাড়তি জিনিসপত্র দিয়ে সমাজের অন্যদের ওপর চাপ সৃষ্টি করে। মেয়েকে সন্তুষ্টচিত্তে কিছু দিতে চাইলে এমনভাবে দেওয়া উচিত, যাতে অন্যরা এই প্রতিযোগিতায় লিপ্ত না হয়। কারণ বেশির ভাগ মানুষই লোকলজ্জার ভয়ে পড়ে নিজের সামর্থ্য না থাকা সত্ত্বেও এই নোংরা প্রতিযোগিতায় লিপ্ত হয়, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ সবাইকে সুবুদ্ধি দান করুন। আমিন

বর্তমান সময়ের যোগ উপযোগী একটা প্রতিবাদ মূলক কবিত লিখেছেন মোঃ ইমন মিয়া। কবিতার নাম

আজকালের বিয়ে

বেয়াই সাহেব মেয়ে দিবেন যৌতুক আমি চাইনা,
হাজি মানুষ নামাজ পড়ি হারাম কভু খাইনা।

তবে ছেলের ইচ্ছে একটা চড়বে মোটরগাড়ি,
কন্যা না হয় পাবে অনেক দামি গয়না, শাড়ি।

নাতি নাতনী কার্টুন দেখবে দিবেন টেলিভিশন,
ফ্রিজ না হয় ভাই দিয়েন একটা গরম পড়ে ভীষণ।

বিদেশ যাবে ছেলে আমার দিয়েন কিছু টাকা,
এই গরমে দরকার এসি মানেনা আর পাখা।

আবার বলছি যৌতুক চাইনা আমি কিন্তু হাজি!
এসব কিছু দিতে পারলে তবেই আমি রাজি।

এই ব্লগটি ভালো লাগলে "Ami Probashi Bangalee YIR" Youtube Channel ও Facebook Page টিতে Like দিয়ে একটা Comment করে Share করে দিন যেন অন্যরা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারে।

#আমি_প্রবাসী_বাঙ্গালি_YIR @amiprobashibangaleeyir1987 #ami_probashi_Bangali_YIR #প্রবাসী_খবর #সৌদি_আরব #মক্কা #Saudiarabia🇸🇦 #mokkah🕋 #modin #al-haram #umrah, #hajj #Saudi_Arab_Bangala_News #yirallsolution #amiprobashibangaliyir @y.i.ridoy

আমার ওয়েব সাইট লিংক :
www.smartshoppingyir.blogspot.com

👉My Youtub Channel Link - https://youtube.com/channel/UCBMEQyLQzORjgsxFiURlCjA

👉My Twitter Link - https://twitter.com/yirctg1987?t=Dr8S2d-KISQjNkz9f9V9aQ&s=09

👉My Facebook Link -
https://www.facebook.com/mohammadyounusislam.ridoy.3

👉My Facebook Page Link - https://www.facebook.com/profile.php?id=100066738061353

👉My Tiktok Link -
https://vt.tiktok.com/ZSR528CPV/

👉My Instagram Link - https://instagram.com/younus6213?igshid=OGQ5ZDc2ODk2ZA

Contact :
E-mail : yunusksa2022@gmail.com
E-mail : yirctg1987@gmail.com

Loading comments...