Bhalo Achi - DEMAND ft. MLD | Prod.- RONI SIKDER | SOULMADS Label | Bengali Rap Song

10 months ago
80

[Audio Info]

Song : Bhalo Achi
Artists : @demandischasing_ ft. MLD
Lyrics : Demand , MLD
Composed by : Demand
Music Producer : Roni Sikder
Mix & Mastering : Roni Sikder
Label : @SOULMADS
...........................................................................................
[Video Info]

Theme : Demand
Cinematography : Pranay
DOP : RD
Creatives : Jay, Pranay
Costumes : Soulmads' Team
Edits : RD
Colors : RD, Jay
Poster Design : Jay
Post production : Soulmads Team
Digital solutions : Jay
Label & production : SOULMADS
...........................................................................................
[CONTACTS]
Music Producer : Roni Sikder (+919163177980)
Management : Jay Ray (+919432714597)
*Get 20% discount on any audio project if you mention SOULMADS' name

[PRODUCTION's]
Instagram - www.instagram.com/soulmadsvibe
Facebook - www.facebook.com/soulmadsvibe
Email - soulmadsvibe@gmail.com
...........................................................................................
[LYRICS]

আমাকে ভুলে গিয়ে বলো তুমি বেঁচে গেছি
তোমাকে ভেবে আমি স্বপ্নবদ্ধ হয়ে ভালো আছি
আমাকে ভুলে গিয়ে বলো তুমি বেঁচে গেছি
তোমাকে ভেবে আমি স্বপ্নবদ্ধ হয়ে ভালো .......

ভালো আছি আমি তোমারই ছন্দে
ভালো আছি আমি ভালো আর মন্দে
ভালো ছিলো যত স্বপ্ন বিন্দু সব
অবিচার হোলো আজ তাদেরই সঙ্গে

তোমাকে ভেবে, হ্যাঁ ভেবে, হ্যাঁ ভেবে
তোমাকে ভেবে, হ্যাঁ ভাবি , কবে ধরা দেবে
তোমাকে ভেবে, হ্যাঁ ভেবে, হ্যাঁ ভেবে ভেবে
তোমাকে ভেবে, হ্যাঁ ভাবি , কবে ধরা দেবে

ধরা দেবে তো ধরা দাও আমাকে
কেনো এভাবে ফেলে দিলে বিপাকে ?
যদি অনায়াসে ছেড়ে যাও এভাবে
বলো যন্ত্রণা মুছে কিছু কমাবে !

আমাকে ভুলে গিয়ে বলো তুমি বেঁচে গেছি
তোমাকে ভেবে আমি স্বপ্নবদ্ধ হয়ে ভালো আছি
আমাকে ভুলে গিয়ে বলো তুমি বেঁচে গেছি
তোমাকে ভেবে স্বপ্নবদ্ধ হয়ে ভালো আছি

হ্যাঁ বলে যাও, শুনে রাখি শুনে রাখি
যা-ই বলে যাও, শুনে রাখি মনে রাখি
সব ছলনাই গুনে রাখি গুনে রাখি
মনে কামনার জাল বোনে মন

খোলা পাখি খাঁচা ছেড়ে কোত্থায় যে উড়ে গেলি
স্বপ্ন ভরা পাতা গুলো এভাবে যে ছিঁড়ে দিলি
মন থেকে আমাকে এভাবে মুছে দিলি
ভুলে গেলি আমাকে যে বলে দিলি বেঁচে গেলি

তোমাকে ভেবে, হ্যাঁ ভেবে, হ্যাঁ ভেবে ভেবে
তোমাকে ভেবে, হ্যাঁ ভাবি... কবে ধরা দেবে(×2)

ভেবে ভেবে দিন রাত তোকে আমি (মনে করি)
ভুল করে আবার কবে এসে তুই (ধরা দিবি)
ধরা ধরি খেলা মাজে একা আমি (রয়ে গেছি)
একাকি স্বপ্নতে বদ্ধ যে (পড়ে গেছি)

স্বপনে শয়নে করেছি কতনা আঁকিবুকি
ভাবোনি কি মনে? বোঝোনি, দিলে যে তুমি ফাঁকি
কামনা বাসনা তোমাতে, তোমাকে মনে রাখি
ভেবেছি যতটা ততটা আজও তো আছে বাকি....

হ্যাঁ মন থেকে মুছে দিতে পারবি জানি,
আর তোর পারা না পারা দেখে আমার বুকে হয় ধুকপুকানি

হাহাহাহা

ভুলে গিয়ে বলো তুমি বেঁচে গেছি
তোমাকে ভেবে আমি স্বপ্নবদ্ধ হয়ে ভালো আছি
আমাকে ভুলে গিয়ে বলো তুমি বেঁচে গেছি
তোমাকে ভেবে স্বপ্নবদ্ধ হয়ে ভালো আছি...
...........................................................................................

#BhaloAchi #soulmads #bengalirapsong #demand #mld #roni #rd #pranay #label #rappers #melody #song #music

Loading comments...