MATI HOBORE | Faisal Bin Asik | Nasim Nayan | Isha Khan Duray | Nomon Nmn | Bangla New Song 2020

11 months ago
140

Faisal Bin Asik

#MATI HOBORE New Song 2020

#Bangla New Song 2020

Song: MATI HOBORE (মাটি হবোরে)

Singer: Faisut Bin Asik & Nusim Nayan

Cast: Isha Khan Duray

Lyric & Tune: Faisal Bin Asik

Music: Nomon Nmn

Co-ordinated by Isha Khan Duray

Edit & Directed By MD RASEL

Language: Bangla

Label: Agniveena

For Mobile: Download Radiog and stream thousands of songs:

http://android radiogbd.com

Bangla Lyric: মাটির ওপর রব না মাটি হবোরে।

খাটির ওপর শোবরে মাটি হবোরে।

ঐ মাটি ডাক দিছে আমায় যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায়।

ঐ আল্লাহ ডাক দিছে আমায় যে আল্লাহ মাটি থেইকাই বানাইছে আমায়।

ঐ আল্লার ডাকে আজ মাটির দেহ মাটি হইবোরে।

ঐ মাটি পোড়ায় পোড়ায় বালহিছিলাম ইট ইট দিয়া বালহিছিলাম ইমারতের ভিত

রে আমার ইট দিয়া বানাইছিলা দেহঘরের ভিত।

দেয়ালের মাঝখানে হয় পাপ।

পাপ করার লহিগা আমায় বানায় নাই আশরাফ।

একটা মাটির পুতুল ভেঙে দ্যাখ মাটিই পাবি রে।।

এই দেহের কিসের আবার জিত? মাটিতে মিশবে রে অপ, তেজ, মরুত, ব্যোম

ক্ষিত।

মানুষের কিসের অহংকার! মাটিতে মিশ্যা গেলে খুইজ্যা পাওয়াহ ভার।

একটা মাটির কলস ভেঙে দেখ মাটিই পাবি রে।

এই মাটি জন্মে জমে কঠিন পাথর হয়।

ঐ পাথর ক্ষয়ে ক্ষয়ে মাটিই হইয়া যায়।

ফয়সাল হাত জোড় করিয়া কয়, মাটি দিয়া তৈরি মানুষ মাটির মানুষ হয়।

একটা মাটির দেয়াল ভেঙে দেখ মার্টিই পাবি রে।

মাটির ওপর রব না, মাটি হব রে। খাটির ওপর শোব রে. মাটি হবরে।

ঐ মাটি ডাক দিছে আমায় যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায়।

ঐ আল্লাহ ডাক দিছে আমায় যে আল্লাহ থেইকাই বালহিছে আমায়।

ও আল্লাহ মাফ করো আমায় ও আল্লাহ মাফ করো আমায়।

Loading comments...