Rod to Shah Porir Dwip, Cox'z Bazar রোড টু শাহ্‌ পরীর দ্বীপ, টেকনাফ, কক্সবাজার

5 months ago
4

This is an awesome road from Teknaf zero point to shah porir dwip, Cox's bazar. It's the new road which is under construction and this road will be one of the best roads in the country when the construction is done! You can walk or ride near the sea on this road.
রোডটি টেকনাফ জিরো পয়েন্ট থেকে শাহ্‌ পরীর দ্বীপ পর্যন্ত চলে গিয়েছে। একদম সমুদ্র ঘেঁষা রাস্তা। এটা আসলে একটা বাঁধ যেটাকে রাস্তায় রুপান্তর করা হচ্ছে যেন একসাথে উপকূল ও রক্ষা পায় আবার রাস্তা ও তৈরি হয়! এখনো খুব বেশী মানুষ এইদিকে যায়নি কারণ রাস্তা খুব খারাপ আর এখানে যাওয়া বেশ ঝামেলার তাছাড়া সেভাবে পরিচিত হয়নি এলাকাটা এখনো সবার কাছে। রাস্তার কাজ পুরপুরি শেষ হলে এটা হবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা যেটা একদম সমুদ্র লাগোয়া! এখানে যেতে গেলে অবশ্যই বিকালের দিকে যেতে হবে। আসল সৌন্দর্য পাওয়া যাবে বিকাল থেকে সন্ধ্যা অব্দি সূর্য ডোবার পর পর্যন্ত। হারিয়ে যেতে চান অসীম সৌন্দর্যে? চলে যান!

Audio credits -
"Journey To Ascend" Kevin MacLeod (incompetech.com)
Licensed under Creative Commons: By Attribution 4.0 License
http://creativecommons.org/licenses/by/4.0/

"Starting Out Waltz Allegretto" Kevin MacLeod (incompetech.com)
Licensed under Creative Commons: By Attribution 4.0 License
http://creativecommons.org/licenses/by/4.0/

Loading comments...