Anurager Chowa Today Full Episode

1 year ago
15

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 13 ডিসেম্বর ফুল এপিসোড | অনুরাগের ছোঁয়া আজকের পর্ব
নিজের পরিবারকে ছেড়ে থাকতে পারছে না রুপা। রুপার ইচ্ছে হচ্ছে সেনগুপ্ত বাড়িতে থাকতে নিজের বাবার ভালোবাসা পেতে। ও দিকে সূর্যেরও তো একটা রুপার উপরে টান আছেই । আর সেই টানেই সূর্য বার বার দিপার বাড়িতে ছুটে আসে। কিন্তু আজ যখন রথযাত্রার পরে সকলে যে যার মতো আবারো ব্যস্ত হয়ে পড়লো সূর্যের মনটা কোনো ভাবেই স্থির হলো না। সূর্যের মনটা বাড়িতে বসছে না।বার বার রুপার কাছে আসতে ইচ্ছে করছে। এ দিকে রুপার ও তো একি সমস্যা।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ,অনুরাগের ছোঁয়া সিরিয়াল,আজকের পর্ব অনুরাগের ছোঁয়া,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব,অনুরাগের ছোঁয়া সিরিয়াল, অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব নাটক,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ফুল এপিসোড,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ,অনুরাগের ছোঁয়া সিরিয়াল,আজকের পর্ব অনুরাগের ছোঁয়া,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব,অনুরাগের ছোঁয়া সিরিয়াল, অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব নাটক,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ফুল এপিসোড,

রুপা বলছে মা কি করা যায় বলো তো। কি করলে বাবা বিশ্বাস করবে যে আমি তারই সন্তান। কি করলে আমরা ওই বাড়িতে ফিরতে পারবো। এভাবে রূপা কষ্ট পেলে দিপার ও কষ্ট হয়। অন্য দিকে ঠিক তখনই সে বাড়িতে সীবানি এসে হাজির হয়। সীরানি আসলে সীবানিকে দেখে রুপা একি কথা বলে। মামি কিভাবে আমরা এই বাড়িতে যেতে পারবো । আমার যে বাবার কাছে যেতে খুব ইচ্ছে হয়। হিংসেখুটি আমারই বোন। তারপরেও কেনো ও আমার সাথে থাকছে না। আমি তো সবটাই জানতে পেরেছি।

বাবার কেনো এতো রাগ মায়ের যখনই রুপা এভাবে সীধানিকে সবটা জানিয়ে তখনই সীবানি বলে এবার আমিই তোমার বাবাকে তোমার কাছে ফিরিয়ে আনবো। তোমার বাবা তোমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। যে কথা শুনে রুপার তো উপার ভীষণ ভালো লাগে । রূপা বলে তাই নাকি মামি -সত্যি বলছো? তুমি কি করবে। এর পরেই সীধানি রিপোর্ট গুলো নিয়ে এসে হাজির হয় এবং সূর্যকেও ডেকে পাঠায়। সূর্য আসলেই সীমানি সূর্যের হাতে রিপোর্টগুলো তুলে দেয় আর বলে অনেক হয়েছে। এবার আসল রিপোর্ট গুলো দেখুন । এরপরে রুপাও বলে বাবা দেখোনা। এটা দেখলেই তুমি বুঝতে পারবে আমি তোমারই সন্তান। ওই বাড়িতে আমরা যেতে পারবো।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ,অনুরাগের ছোঁয়া সিরিয়াল,আজকের পর্ব অনুরাগের ছোঁয়া,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব,অনুরাগের ছোঁয়া সিরিয়াল, অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব নাটক,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ফুল এপিসোড,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ,অনুরাগের ছোঁয়া সিরিয়াল,আজকের পর্ব অনুরাগের ছোঁয়া,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব,অনুরাগের ছোঁয়া সিরিয়াল, অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব নাটক,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ফুল এপিসোড

Loading comments...