Ekti Bar LRB | Ekti Bar Ayub bachchu | একটি বার

6 months ago
2

Ekti Bar LRB | Ekti Bar Ayub bachchu | একটি বার Lyrics:

সবকিছু ছেড়ে আমি
চলে যাব
একাকী এক দিন
আর কেউ নয়
পোড়া-বুকে
জমে থাকা কান্নাগুলো
তখন শুধু সঙ্গী হবে
বুঝলে না তুমিও কতটুকু
ব্যথা দিলে আমাকে
মরনের পরে শুধু তুমি এসে
দেখা দিও একটি বার
সবকিছু ছেড়ে আমি
চলে যাব
একাকী এক দিন
আর কেউ নয়
পোড়া-বুকে
জমে থাকা কান্নাগুলো
তখন শুধু সঙ্গী হবে
বুঝলে না তুমিও কতটুকু
ব্যথা দিলে আমাকে
মরনের পরে শুধু তুমি এসে
দেখা দিও একটি বার
কোন বিশাদী রাতে
আর্তনাদ করে যদি
আকাশ কেঁদে ওঠে
বুঝবে শুধু তুমি
ঠিক এই রাতে আমি
পুড়ে চলেছি বিষাদে
বুঝলে না তুমিও কতটুকু
ব্যথা দিলে আমাকে
মরনের পরে শুধু তুমি এসে
দেখা দিও একটি বার
আকাশে যদি কখনও
কালো মেঘ গুলো
চুপচাপ যায় ঢেঁকে
তুমি বুঝে নিও নিরবে
আমার যত ব্যথা
আকাশেতে জমেছে
বুঝলে না তুমিও কতটুকু
ব্যথা দিলে আমাকে
মরনের পরে শুধু তুমি এসে
দেখা দিও একটি বার
সবকিছু ছেড়ে আমি
চলে যাব
একাকী এক দিন
আর কেউ নয়
পোড়া-বুকে
জমে থাকা কান্নাগুলো
তখন শুধু সঙ্গী হবে
বুঝলে না তুমিও কতটুকু
ব্যথা দিলে আমাকে
মরনের পরে শুধু তুমি এসে
দেখা দিও একটি বার

#ayubbachhu #lrb #ayubbachchu #ayubbacchusongs #banglabandsong #banglaband #bestbanglasongs

Loading comments...