রাজা কর্ণের গুপ্তধন | Karna Subarna | বাংলার হারিয়ে যাওয়া শহর | History of Karna Subarna

7 months ago
121

কর্ণসুর্ণবর্ণ (কানসোনা) ছিল বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কের
(৬০৬-৬৩৭ খ্রি) রাজধানী। সপ্তম শতকের চৈনিক পরিব্রা জক হিউয়েনসাং-এর ভ্রমণ বৃত্তা বৃ ন্ত 'জিউ জি'-তে 'কিলোনসুফলন' হিসেবে এর উল্লেখ
পাওয়া যায়। তার বিবরণ অনুযায়ী, তিনি তান-মো-লি-তি (তাম্রলিপ্তি, আয়তন ১৭০০ 'লি') থেকে কিলোনসুফলন (কর্ণসুর্ণবর্ণ, র্ণআয়তন ৪৪৫০
'লি') পৌঁছান।

ভ্রমণ বৃত্তান্ত :
কর্ণসুবর্ণ যেতে গেলে , তোমরা যদি কলকাতা থেকে আসো তবে তোমাদেরকে প্রথমে শিয়ালদহ থেকে লালগোলা গামী ট্রেনে করে প্রথমে ভাবতা স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে বেরহয়ে টোটো বা অটো করে যেতেহবে হালালপুর ফেরি ঘাট। টোটোতে ভাড়া একজনের নেবে ৩০ টাকা। ঘাট পারহতে নেবে একজনের ১০ টাকা। এরপর ঘাট পারকরে আবার তোমাদেরকে টোটোকরে যেতে হবে রাজবাড়িডাঙ্গা (কর্ণ সুবর্ণ)। ভাড়া পড়বে একজনের ২৫ টাকা। বর্তমানে এটি যদুপুর পঞ্চায়েত এর অন্তর্ভুক্ত।

আমাদের মোট খরচ :
ট্রেনের ভাড়া দেবগ্রাম থেকে ১০×২=২০ টাকা।
ভাবতা থেকে হালালপুর ফেরি ঘাট ৩০×৩=৯০ টাকা
ঘাট পারহতে ১০×৩=৩০ টাকা
রাজবাড়িডাঙ্গা যেতে এবং আসতে টোটো ভাড়া ২৫×৩=৭৫×২=150 টাকা
আমার খাবারের টাকা বাদ রেখেছি কারণ আমার খাবার বাড়িথেকে নিয়ে গেছিলাম। কেননা ভালো কোনো হোটেল আমরা দেখতে পাইনি।

আমার যার টোটো করে কর্ণ সুবর্ণ যাই তারা নাম ও ফোন নম্বর :সোসুবেন্দু সরকার। ৭০২৯০৬৬১৯৬

Loading 2 comments...