Bangla Vasa Aj Bilupto pry / Bangla Vasa/ Rap song / Desi rap Song/ Bangla rap

1 year ago
13

Bangla Vasa Aj Bilupto pry / Bangla Vasa/ Rap song / Desi rap Song/ Bangla rap

About channel:-👇👇
This channel name is Nan2 Music Bangla
This is a songs, rap song, desi rap song video channel.

Audio credits
Artist / Lyrics :- Nantu Basak
Music :- Nantu Basak
Mix & mastered by :- Nantu Basak

Video credits
Production :- Nantu Basak
Edited by :- Nantu Basak

FB👇👇
https://www.facebook.com/profile.php?id=100090622550402&mibextid=ZbWKwL

LYRICS 👇
Hy bro ভালো তো
It's ইংরাজি
হা হা হা

বাঙালিরা বাংলা ভুলছে
ইংরেজি ভাষাতে বলছে
যে যার মতো করে চলছে
ভাষা বাংলা ঝলসে।

বাংলা ভাষা আজ বিলুপ্ত প্রায়
বাঙালির নেই লাজ ইংরেজি চায়।
বাংলার শাড়ি ভাঁজ ভুলে গেছে নারী।
বাঙালির মুখে ইংরেজি ফুলঝুরি।

এমনি কি ফুলঝুরি ,উঠেছে সুরসুরি
বাঙালিরা খায় মুড়ি উড়াচ্ছে ঘুড়ি।
সারাদিন খেয়ে খেয়ে বাড়াচ্ছে ভুরি,
বাংলাভাষা ভুলে তাই ইংরেজ ফুলঝুরি।

নয় ফুলঝুরি করি ইংরেজী চুরি,
আজকের নারী দেখো পরছে কি শাড়ি।
কেউকে যে সম্মান দিচ্ছে না বাড়ি।
মর্ডান হয়ে গেছে এই দেশের নারী।

আমরা তো বাঙালি ,বাংলা মোদের প্রাণ
বাংলা ভুলালি , হয়েছে ইংরেজি টান।
নিজেরাই তো ডুবালি , বাংলা ভাষার মান ।
বাঁচাতে বাংলা ,ধরলাম তাই এ গান।

বাঙালিরা বাংলা ভুলছে
ইংরেজি ভাষাতে বলছে
যে যার মতো করে চলছে
ভাষা বাংলা ঝলসে।

আমরা তো বাঙালি , ভাষা বাংলা,
বলছি যে ইংরাজি,হয়েছি হ্যাংলা।
মাতৃভাষার গলা ধরেছি কোষে,
বাঙালিরা আজ, সাহেবের বেশে।

সবাই তো ভুলে যাচ্ছি মায়ের শিক্ষা
বাংলা ভাষা মার প্রথম দীক্ষা।
শিক্ষিত হয়ে বিকৃত মোরা আজ
নিয়েছি যে সাহেবের আক্ষা ।
নিজ ভাষা ফেলে দিয়ে একি হায় করছি
করছি যে শাসকের ভাষা ভিক্ষা ।
নয় শুধু ভিক্ষা ,নিয়েছি যে দীক্ষা
ছেড়েছি যে বাংলা ,এ কেমন হ্যাংলা?
হ্যাংলা হ্যাংলা হ্যাংলা

কথাগুলো বন্ধু লাগছে বুকে?
দুঃখ ভরা বুক আমি নাই যে সুখে।

নাই যে সুখে , আমি নাই যে সুখে,,

যে ভাষায় হয়েছে হাতে খড়ি।
যে ভাষায় মা ডাক দিতাম বাড়ি।
যে ভাষায় রয়েছে এত অলংকারী।
সে ভাষাই ভুলে গেলাম এত তাড়াতাড়ি।

বাঙালিরা বাংলা ভুলছে
ইংরেজি ভাষাতে বলছে
যে যার মতো করে চলছে
ভাষা বাংলা ঝলসে।

বাঙালির কি হল, মাতৃভাষা ভুলে গেল ?
ইংরেজি গিলে খেলো, বাংলাকে ছেড়ে দিল?
ধুতি পড়া ভুলে গেল, টাই শুট পড়ে নিল?
বিদেশে চলে গেল বাংলাকে ভুলে গেল ?

বাংলার পাখাটাকে বলছি যে ফ্যান।
মাল গাড়িটাকে মোরা বলছি যে ভ্যান।
ভালোবাসাটাকে তারা লাভ ইউ বলছে।
বেঁচে থাকা লড়াইয়ে বাংলা যে ঝুলছে।

ঝুলছে তো ঝুলছেই
কবে থেকে ঝুলছে।
বাঙালির লাজ নাই
বাংলা ভাষা ভুলছে।

ভুলোনা ভুলোনা ইতিহাসটা ভুলনা
করোনা করোনা এত বড় ছলনা
ইংরেজ শাসনটা তোমরা ভুলো না
ভাষাবিপ্লবীদের অসম্মান করোনা
বাংলা ভাষাকে দূরে ঠেলে ফেলোনা
বাঙালি হয়ে তোমরা ইতিহাসটা ভুলোনা!

বাঙালি হয়ে মোরা পারছি কি করে ?
বাংলা ভাষাটাকে মারছি যে ধরে।
তাই আমি বলি ভাই ,পর্দা সারাই,
চলো না ভাই, ভাষাকে বাঁচাই,
চেয়ে দেখো ভাই, ব্যস্ত সবাই,
বাংলাকে ছেড়ে তারা ইংরেজি বলছে।

বাঙালিরা বাংলা ভুলছে
ইংরেজি ভাষাতে বলছে
যে যার মতো করে চলছে
ভাষা বাংলা ঝলসে।।

((🙏🙏 This video meaning is nothing. It's just for entertainment & fun . Not to hurt anyone or any organization. Please don't take it seriously. 🙏🙏))

#Nan2MusicBangla
#rapsongvideo
#desiRap

((Don't Forget to Like Share & subscription))
_________________________________________
((🙏Thank you for watching this video🙏))

Loading comments...