Ar Kichhu Duur Gele Tomar Bari | Aseer Arman| Lyrics

8 months ago
11

Song Credits :
Vocal, Lyric, Tune And Arrangement: Aseer Arman
Special thanks to Kanak Aditya and Ishrat Jahan

Lyrics video : Lyrics Bro
@lyricsbro810

আর কিছুদূর গেলে তোমার বাড়ি
আমার নামে নামফলক,
চেনা রাস্তাটা লাপাত্তা হয়ে গেলেই
তোমার কামিনীর ঘ্রাণে ..

সাপেরা এসে আর প্রজাপতিরা নেচে
প্রাচীরবাতি জ্বালায় চাঁদ,
আর নিভু-নিভু ধোঁয়ার বারান্দায়
বাতাস পাহারায়,
তোমার শাড়ি দোলে
ঠিকানা চেনানোর ছলে ...

আর কিছুদূর গেলে তোমার বাড়ি
আমার নামে নামফলক,
চেনা রাস্তাটা লাপাত্তা হয়ে গেলেই
তোমার কামিনীর ঘ্রাণে ..
সাপেরা এসে আর প্রজাপতিরা নেচে
প্রাচীরবাতি জ্বালায় চাঁদ ..

রাতপাখিটা উড়ে যেতে চাইলেই
বাঁধা পড়ে ঠোঁটকাটা প্রেমের কাছে,
রাতপাখিটা উড়ে যেতে চাইলেই
বাঁধা পড়ে ঠোঁটকাটা প্রেমের কাছে,
শিরদাঁড়া বেঁকে যাওয়া কাকে যেন দেখলাম
রগ কেটেছে তোমার চোখের কাঁচে,
সে কি এই খোলা ছাদ ?
আকাশ ভেঙ্গে পড়ে নুয়ে গেছে
আমার পায়ের কাছে,
ঠিকানা চেনানোর ছলে ..

আর কিছুদূর গেলে তোমার বাড়ি
আমার নামে নামফলক,
চেনা রাস্তাটা লাপাত্তা হয়ে গেলেই
তোমার কামিনীর ঘ্রাণে ..
সাপেরা এসে আর প্রজাপতিরা নেচে
প্রাচীরবাতি জ্বালায় চাঁদ ..

Loading comments...