নব বৃন্দাবন, কলকাতা / #bagbazar #onedayouting #onedaytrip #travelvlog #weekendtrip #weekendvlog

9 months ago

অনেকেই হয়ত জানেন না, বৃন্দাবনের রাধাকৃষ্ণ মন্দিরের আদলে শতাব্দী প্রাচীন মন্দির রয়েছে খোদ বনেদি কলকাতার বাগবাজার অঞ্চলে। চলুন দেখে নিই, নিরিবিলি এই শান্তিকুঞ্জের এক ঝলক। বাংলা 1341 সালে বিখ্যাত করুরী পরিবারের শ্রী নন্দলাল করুরী মহাশয় বৃন্দাবনে শ্রী রাসবিহারী মন্দির দর্শন করে মুগ্ধ হয়ে কলকাতার বাগবাজার অঞ্চলে জমি কিনে গড়ে তোলেন বৃন্দাবনের আদলে এই নব বৃন্দাবন।

এখানে বিরাজ করে আছেন শ্রী শ্রী রাসেশ্বরী রাসবিহারী জীউ। সমস্ত পার্বণই তাঁকে ঘিরে এখানে অনুষ্ঠিত হয়। তবে এই মন্দির সুখ্যাতি ছড়িয়েছে এখানকার অন্নকূট উৎসবের জন্য। দেশ বিদেশ থেকে এই সময় অগণিত ভক্ত সমাগম ঘটে। এছাড়া এই মন্দিরের নাটমন্দিরে দুর্গাপূজাও সুপ্রসিদ্ধ।

এই মন্দিরে সারাবছরই ভক্তদের জন্য অবারিত দ্বার। মন্দির খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেলে পাঁচটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত।

এই মন্দিরের এক বিশেষত্ব আপনার মন কেড়ে নেবেই, সেটি হল এখানকার সন্ধ্যারতি। মোমবাতি জ্বালিয়ে আর প্রদীপের টিমটিমে আলোয় ঢাকের বাজনা শুনতে শুনতে এই মন্দিরের সন্ধ্যারতি আপনাকে ঠিক পৌঁছে দেবে আজ থেকে পঞ্চাশ বছর আগের কোনো এক গ্রামীণ মন্দিরের প্রাঙ্গণে।

এখানে পৌঁছনোর ঠিকানা 14, রামকান্ত বোস স্ট্রিট, বাগবাজার, কলকাতা 700003. শ্যামবাজারের মনীন্দ্র কলেজের সামনে দিয়ে মেট্রোর দিকে যেই রাস্তা গেছে ওই রাস্তা ধরে হাঁটলে দেখা মিলবে নব বৃন্দাবনের। নাট্যাচার্য গিরিশ ঘোষের বাড়ি থেকে মাত্র দু'মিনিটের হাঁটা পথ।

#bagbazar #onedayouting #onedaytrip #travelvlog #weekendtrip #weekendtripfromkolkata #weekendvlog #shorts #trending #viralvideo

Loading comments...