দুর্লভ প্রজাতির গাছপালা ,বলধা গার্ডেনের সৌন্দর্য ধরে রেখেছে

1 year ago
5

বলধা গার্ডেন ঢাকা শহরের ওয়ারী এলাকায় অবস্থিত একটি বোটানিক্যাল গার্ডেন। এই উদ্যানে প্রচুর দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে। ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী উনিশশো নয় সালে বাগানটি প্রতিষ্ঠা করেন।তিন পয়েন্ট আটত্রিশ একর জায়গার ওপর এই উদ্যান নির্মাণ করা হয়েছে। নরেন্দ্র নারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেন।

Loading comments...