কমফোর্টজোন

9 months ago
2

যেসব সম্পর্কের মধ্যে পূর্ণ আস্থা, বিশ্বাস, সম্মান ভালোবাসা থাকে সেসব সম্পর্কের আসলে নাম না থাকলেও আহামরি কিছুই যায় আসে না। নাম না থাকলেও এগুলো দৃঢ় হয়। একে অপরের কথাগুলো ডাকবাক্সের মতো নির্দ্বিধায় জমা রাখা হয়। খা'রা'প পরিস্থিতিতেও বটবৃক্ষের মতো ছায়া হয়ে পাশে থাকা হয়। আর এটাই মানুষের কমফোর্টজোন।

মানুষ আসলে সারাজীবন কমফোর্টজোনই খুঁজে বেড়ায়। যার কাছেই তৃপ্তি পায় তার কাছেই ছুটে যায় মানসিক শান্তির জন্য। একটা মানুষ উপরে যতোই শক্ত পোক্ত থাকুক না কেনো, ভেতরে কিন্তু তার আবেগী মনের বাস ঠিকই আছে। সবারই থাকে। মানুষ তার আবেগীভাব, তার সেই কমফোর্টজোনেই প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

বাহ্যিক সৌন্দর্য, অর্থ বিত্ত, বয়স সময় সব কিছুই এই কমফোর্টজোনের কাছে হার মানায়। মানুষ যখন বুঝে যায়, সে তার সেই সুখের জায়গায় আছে তখন যেকোনো মূল্যেই সেটা আকড়ে ধরে বেঁচে থাকতে চায়। হাত ছাড়া করতে চায় না মোটেই।

বিপরীতে মানুষ যখন তার কমফোর্টজোন পায় না, তখন শক্তপোক্ত নামধারী সম্পর্কগুলোও কাঁচের মতো ভে'ঙে যায়। আর কোনো অস্তিত্ব থাকে না। কিচ্ছু অবশিষ্ট রয় না!

Loading 1 comment...