4 Qual & Ayatul Qursi ৪ কুল এবং আয়াতুল কুরসি

10 months ago
103

"Ayat al-Kursy" (آية الكرسي) is the 255th verse (ayah) of Surah Al-Baqarah, the second chapter of the Quran, which is the holy book of Islam. This verse is known for its profound significance and is often recited by Muslims for its spiritual and protective qualities. It discusses the majesty, power, and knowledge of Allah (God) and emphasizes the concept of His sovereignty over the universe.

Here is the original Arabic text of Ayat al-Kursy

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۗ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

And here's the translation of Ayat al-Kursy in Bangla:

"আল্লাহ! তাঁর সিদ্ধান্তের প্রতি আত্মবদ্ধতা এবং আবিদ্যা থাকে না। তিনি চিরঞ্জীব এবং যত্নশীল। তাঁকে নিদ্রা আসে না, নিদ্রার প্রয়োজন নেই। সব আকাশে এবং সব জগতে কিছুই নেই যা তার প্রতি নেই। তার অনুমতি ছাড়া কেউ তার দরবারে বিচার করতে পারে না। তিনি সব মানুষের আগে এবং পরে ঘটে যাওয়া ঘটনাগুলি জানেন। তাদের আগে এবং পরে ঘটে যাওয়া সব ব্যাপারে তার জ্ঞান অপরিপূর্ণ নয় না। তাঁর জ্ঞান কেবল তার ইচ্ছার মতো যা তিনি চান। তার আসন আকাশগুলি এবং পৃথিবী সীমাহীন ছায়া করে। তাদের প্রতি নিদ্রায় কোন জড় বা স্থায়িতি আসে না। তিনি সর্বোচ্চ এবং বড়, তাঁর মহিমা অত্যন্ত মহান।"

Loading comments...