"রিং নেবুলা" কি...???

11 months ago
1

রিং নেবুলা(Ring Nebula - Messier 57 / M57/NGC 6720) একটি গ্রহজনিত নীহারিকা(Planetary nebula) যা পৃথিবী থেকে ২৩০০ আলোকবর্ষ দূরে লিরা নক্ষত্রমণ্ডলে( constellation of Lyra) অবস্থান করছে।

নীহারিকাটির অন্তঃস্থ সাইকেলের রিং আকৃতির সাদা বর্ণ হিলিয়ামের জন্য যা নক্ষত্রটি থেকে আসা বিকিরনে সাদা বর্ণ ধারণ করেছে যে কারনে নীহারিকাটিকে এরূপ নামকরন করা হয়েছে।

এটি অন্যান্য বর্ণ ধারণ করে অতিবেগুনি রশ্মির জন্য। প্রায় ১ আলোকবর্ষের এই নীহারিকাটি প্রতি ঘণ্টায় ৪৩,০০০ মাইল বেগে প্রসারিত হচ্ছে।

১৭৭৯ সালে ধুমকেতুর খোঁজ করতে গিয়ে ফরাসি জ্যোতির্বিদ শাল মেসিয়ার(Charles Messier) নীহারিকাটিকে আবিস্কার করেছিলেন।

Images Collected from: Google

Loading comments...