"সান স্পট" অথবা সূর্যের দাগ...

2 years ago
1

সূর্যের একটি আকর্ষণীয় দিক হল এর সূর্যের দাগ। 

সানস্পটগুলি হল এমন অঞ্চল যেখানে চৌম্বক ক্ষেত্র পৃথিবীর তুলনায় প্রায় 2,500 গুণ বেশি শক্তিশালী,
যেটা সূর্যের অন্য যেকোনো জায়গার তুলনায় অনেক বেশি। 

11 বছরের গড় চক্রের মাধ্যমে সূর্যের দাগ বৃদ্ধি এবং হ্রাস পায়। 1749 সাল থেকে, আমরা 23টি পূর্ণ সৌর চক্রের অভিজ্ঞতা পেয়েছি।

যেখানে আনুমানিক 11 বছরের চক্রের মাধ্যমে সূর্যের দাগের সংখ্যা ন্যূনতম থেকে সর্বোচ্চ এবং পরবর্তী সর্বনিম্নে ফিরে গেছে। 

এই দাগগুলো আয়তনে পৃথিবী থেকেও বড়...!!!

Images Collected from: Google

Loading comments...