মাংশ ছাড়া শুধু চর্বি খেয়ে ক্যান্সার রোগের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে কি?

1 year ago

ক্যান্সার রোগের বিরুদ্ধে যুদ্ধে সহযোগী চিকিৎসা হিসাবে প্রফেসর টমাস সিফ্রিড আমাদের কে কিটোজেনিক ডায়েট করলে উপকার হবে বলে জানিয়েছেন। যে রকমের কিটো ডায়েট করে রোগীদের উপকার হয়েছে, সেখানে রোগীগণ খাবারের মোট ক্যালরির ৫ ভাগের এক ভাগ খেয়েছেন আমিষ এবং শর্করা মিলিয়ে এবং বাকিটা ছিল চর্বি জাতীয় পদার্থ।

এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে শুধু চর্বি খেয়ে থাকা যাবে কিনা। এই ভিডিওতে আমি সেই প্রশ্নের জবাব দেবার চেষ্টা করেছি।

Loading comments...