জলবায়ুর পরিবর্তন রোধে নিজের শ্বাসও বন্ধ করে রাখার আগে এই ভিডিওটি একবার দেখে নিন এবং শ্বাস ছাড়ুন

1 year ago

উৎসঃ https://youtu.be/6Tz1MiX1p5I

আন্তর্জাতিক তথ্য মাধ্যমগুলোর প্রচারণার ফলে, একটি নিরপরাধ গ্যাস, কার্বন ডাই অক্সাইড কে আমরা জুজুর মত ভয় করতে শুরু করেছি। গরম বেশি হলে, শক্তিশালি ঝড় হলে, দাবানল হলে, জলোচ্ছ্বাস হলে আমরা এই গ্যাস কে দায়ী করছি। গত শতাব্দীতে প্রযুক্তিগত উন্নতির কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে এবং বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাস এবং কয়লা ব্যবহার হচ্ছে। উড়োজাহাজ, জাহাজ এবং গাড়ি চলছে এই জ্বালানী ব্যাবহার করে। ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিবেশে ছড়িয়ে গিয়ে, বায়ুমণ্ডলে এর পরিমাণ শতকরা ০.৪% থেকে সামান্য একটু বেড়েছে। কিছু বিজ্ঞানী সুনাম এবং অর্থের লোভে এই বৃদ্ধিকেই জলবায়ু পরিবর্তন এর কারণ হিসাবে দাবি করেছেন। এই তথ্য নিঃসন্দেহে সকলকে ভাবিয়ে তুলেছে।

কিন্তু প্রফেসর স্টিভেন কুনেন তার বই 'Unsettled' এ সঠিক তথ্য তুলে ধরে এই মিথ্যাচারের অবসান ঘটানর চেষ্টা করেছেন।

Loading comments...