চাঁদে অবতরন করা প্রথম মানুষগুলোর ইতিহাস...!!!

1 year ago
1

১৯৬৯ সালের ১৬ জুলাই। মানুষের ইতিহাসে দুঃসাহসিক অভিযানে যাত্রা শুরু করে অ্যাপোলো ১১। রকেটের মাথার চড়ে তিন নভোচারী-কমান্ড মডিউল পাইলট মাইকেল কলিন্স, লুনার মডিউল পাইলট বাজ অলড্রিন এবং কমান্ডার নীল আর্মস্ট্রং।

চাঁদের মাটিতে নেমে যদি সত্যিই কোন ভয়ংকর বিপদ ঘটে, তাহলে কী হবে? যদি আর্মস্ট্রংদের নভোযান পুরোপুরি বিকল হয়ে যায়? যদি তারা আর কোনদিন পৃথিবীতে ফিরে আসতে না পারেন?  অভিযানের অনেক আগেই ভেবে রেখেছিল নাসা এবং মার্কিন প্রশাসন। সম্ভাব্য সে বিপদের আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিল তারা। কোন কারণ যদি ঈগল বিকল হয়ে যেত, তাহলে নীল আর বাজ তাদের পিঠের অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে সর্বোচ্চ কয়েক ঘণ্টা বেঁচে থাকতে পারতেন। তারপরই ঘটত ধুকে ধুকে ঐতিহাসিক মৃত্যু। কারণ তাদের উদ্ধারেরও কোন আশা ছিল না। সেজন্য পৃথিবী থেকে খ্রিস্টধর্মমতে নীল আর বাজের মহাকাশীয় আন্ত্যস্টিক্রিয়া সম্পন্ন করার জন্য একজন পাদ্রীকে ঠিক করে রাখা হয়েছিল। মজার ব্যাপার হল, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন টেলিভিশনে তাৎক্ষণিক জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য এক টিভিভাষণ রেকর্ড করে রেখেছিলেন। সম্প্রতি জানা গেছে ওই ভাষণে নিক্সন বলেছিলেন:
‘শুভ সন্ধ্যা, আমার সাথী আমেরিকাবাসী। আজ রাতে সকল আমেরিকানদের জন্য এবং সারা বিশ্বের সব মানুষের জন্য গভীর এক উদ্বেগের কথা বলতে চাই আমি। চাঁদে শান্তিপূর্ণ অনুসন্ধানে যাওয়া মানুষের ওপর দুর্ভাগ্য হস্তক্ষেপ করেছে। তারা এখন চাঁদের শান্তিতে বিশ্রাম নেবেন। নীল আর্মস্ট্রং এবং এডওয়ার্ড অলড্রিন নামের এই দুই সাহসী পুরুষ জানেন, তাদের উদ্ধারের আর কোন আশা নেই। কিন্তু তারা এটাও জানেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে মানবজাতির জন্য এখনো আশা আছে।’
সৌভাগ্যই বলতে হবে, ভিডিওটি শেষপর্যন্ত টিভিতে সম্প্রচারের প্রয়োজন পড়েনি। ঈগলের মই বেয়ে চাঁদের মাটিতে বেশ নিরাপদেই নামতে পারেন নীল। চন্দ্রপৃষ্ঠে পা রেখে তিনি স্মরণীয় সেই উক্তিটি করলেন, ‘দ্যাটস ওয়াস স্মল স্টেপ ফর (আ) ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড।’ ব্যাস, চাঁদের বুকে পাউডারের মত মিহি ধুলোয় নিজের পায়ের ছাপ এঁকে দিলেন নীল। এর মাধ্যমে তিনি হয়ে উঠলেন চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ।

video created by: @nss3221

Loading comments...