Haji Ali Dargaha Mumbai | হাজীআলী দর্ঘা মুম্বাই | Mumbai Tour Episode 5 |

11 months ago
13

হাজী আলী দরগাহঃ

দরগাহটি ইন্দো-ইসলামিক স্থাপত্য শৈলীর একটি সূক্ষ্ম উদাহরণস্বরূপ, দরগাহটিতে শান্তির ঘুমে ঘুমিয়ে আছেন "সায়েদ সমাধি পীর হাজী আলী শাহ বুখারী"।

হাজী আলী দরগাহ দক্ষিণ মুম্বাইয়ের ওরলি উপকূল থেকে ৫০০ মিটার দূরে আরব সাগরের বুকে অবস্থিত একটি মসজিদ।

আরব সাগরের বুকে সাদা এই দরগাহ মুম্বাই এর অন্যতম একটি দর্শনীয় স্থান।
১৪৩১ সালে ধনাঢ্য মুসলিম ব্যবসায়ী সৈয়দ পীর হাজী আলি শাহ বুখারী এর স্মরণে নির্মিত হয় এই স্থাপনাটি যা হাজী আলী দরগাহ নামেই পরিচিত। পীর হাজী আলী শাহ বুখারী, তথা আজকের উজবেকিস্থান হতে পনের শতকের শুরুর দিকে মুম্বাই এ আসেন এবং এখানেই ব্যবসাপত্তর সহ বসতি স্থাপন করেন। পীর হাজী আলীকে নিয়ে নানান লোকগাথা প্রচলিত আছে পুরো ভারতবর্ষ জুড়ে। ব্যবসার পাশাপাশি তিনি ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রচারের কাজ করেছিলেন ব্যাপকভাবে। কথিত আছে, মৃত্যুর পূর্বে তিনি তার অনুসারীদের উপদেশ দিয়েছিলেন, তার মৃত্যুর পর যেন তার লাশ কবর না দেওয়া হয়, তার বদলে যেন সমুদ্রে ভাসিয়ে দেয়া হয়। ফলে সমুদ্রে ভেসে ভেসে লাশ যেদিকে পৌঁছবে সেখানকার মানুষেরা তাকে কবর দেবে। সেই অনুযায়ী তার লাশ সমুদ্রে ভাসিয়ে দেয়া হয় এবং যে স্থান হতে তা করা হয়েছিল সেখানকার এক ডুবন্ত শিলারাশির উপরই পরবর্তীতে ভক্তরা এই হাজী আলী দরগাহ নির্মান করেন। প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার এই দরগাহ উপচে পড়া ভীর দেখা যায়। শুক্রবার বিভিন্ন সূফী মিউজিশিয়ানরা এখানে কাওয়ালীর আয়োজন করে থাকেন। অনেক বলিউড সিনেমায় এই দরগাহ আপনারা দেখে থাকবেন, তার মধ্যে নব্বই দশকের প্রথমভাগে অভিনেতা সঞ্চয় দত্তের “আতিশ” মুভিটিতে এই দরগাহ একটি অন্যতম লোকেশন ছিল। সমুদ্রতট হতে ৫০০ মিটার গভীরে সমুদ্রের বুকে এই দরগাহটি অবস্থিত। ইন্দো ইসলামিক ঘরনার নকশায় নির্মিত এই দরগাহ যাওয়ার জন্য পাথুরে এক পথ চলে গিয়েছে সমুদ্রের বুক চিরে। প্রায় সময়ই দরগাহ যাওয়ার এই রাস্তাটি জলে ডুবে থাকে। এই দরগাহ নানান সময়ে সংস্কার এবং পুনঃনির্মান হয়েছে; সর্বশেষ ২০০৮ সালের অক্টোবর মাসে এই দরগাহ এর উন্নয়ন এবং সংস্কার করা হয়েছিল। দরগাহ টি লাল সবুজ চাদরে ঢাকা থাকে এবং একে ঘিরে রেখেছে রৌপ্যের একটি ফ্রেম, যার পিলারগুলো মার্বেলের তৈরি। এই পিলার গুলি বিশেষ মার্বেল পাথরে নির্মিত যা রাজস্থান থেকে আনা হয়েছিল। এই মার্বেল পাথর এবং তাজমহল নির্মানে ব্যবহৃত মার্বেল পাথর একই ঘরনার। মূল দরগাহ এরিয়ার দেয়ালে মার্বেল পাথরের পিলারের গায়ে রঙিন কাঁচ এর টুকরো দিয়ে ক্যালিগ্রাফে আল্লাহ্‌র প্রশংসাসূচক নিরানব্বইটি নাম অংকিত করা হয়েছে। মহিলা এবং পুরুষ উভয়ের জন্য রয়েছে পৃথক প্রার্থনা কক্ষ। পূর্ণ জোয়ারের সময় পুরো দরগাহটি মূল ভূখণ্ড হতে বিচ্ছিন হয়ে যায়, তখন তীর হতে নীল জলের মাঝে সাদা দরগাহটি সৃষ্টি করে এক অপার্থিব দৃশ্যের, যা দেখতে প্রচুর পর্যটক ভীড় করে মুম্বাই এর এই হাজীআলী এলাকায়।

অনুরোধ, যোদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ইএকটি লাইক করবেন আর যতটা সম্ভব আপনাদের চেনা পরিচিতদের মধ্যে ভিডিওটি সেয়ার করতে ভুলবেন না।

ইউটিউব চ্যানেল লিংক :- https://www.youtube.com/tourwiththesanjibbiswas

#tourwiththesanjibbiswas
#Tourwiththesanjibbiswas
#Mumbai_tour
#mumbai
#amchimumbai
#HajiAliDargaha
#HajiAli_Dargaha_Mumbai
#Hajiali
#Haji_Ali_Mumbai
#মুম্বাই_টুর
#হাজী_আলী _দরগাহঃ
#হাজী_আলী
#হাজী_আলী_দরগাহঃ_মুম্বাই
#হাজী_আলী_মুম্বাই
#Weekend_Tour_From_Mumbai
#Weekend_Trip_From_Mumbai
#Offbeat_Destination_of_Mumbai
#Oneday_Trip_From_Mumbai

Loading comments...