"ভয়জার ১" ও "২" কিভাবে এতো দূরে যাচ্ছে...???

1 year ago
1

মনে করুন আপনি একটি সুতা নিয়েছেন এবং সুতার অপরপ্রান্তে একটি ছোট লোহার বল নিয়েছেন,,, এখন সেই সুতো থেকে যদি ঘোরাতে থাকেন তাহলে এর স্পিড অনেক বেড়ে যাবে...!!!
এক সময় যদি ছেড়ে দেন তাহলে কোন একদিকে সেই লোহার বলটি খুব দ্রুতগতিতে ছুটে যাবে,,, একই বিষয় কাজে লাগিয়ে ভয়েজার ১ এবং ২ এতটা গতি সম্পন্ন হয়েছে...!!!

বিজ্ঞানের একটা বিষয় লক্ষ করেন প্রতি ১৭৬ বছর পর পর আমাদের সৌরজগতের একটি গ্রহের এলাইনমেন্ট তৈরি হয় অর্থাৎ সব গ্রহ গুলো এক লাইনে চলে আসে,,, এর কারণে মহাকাশবিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি এই দুটি মিশন কমপ্লিট করার সিদ্ধান্ত নেয়...!!! যদি ১৯৭৭ সালের পরে এই ভয়জার লঞ্চ করা হতো তাহলে হয়তো ভয়েজার এত দূরে পৌঁছাতে পারতো না...!!! 

ভয়েজার-ওয়ান যতটুকু ডিসটেন্স কভার করতে পেরেছে ভয়জার দুই কিন্তু ততটা ডিসটেন্স কভার করতে পারেনি,,, ভয়েজার-ওয়ান পৃথিবী থেকে প্রায় ২৪ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ভয়জার দুই প্রায় ২০ বিলিয়ন কিলোমিটার পৃথিবী থেকে দূরে অবস্থান করছে...!!! এই দুই স্পেসক্রাফট এর গতি অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে,,, ভয়েজার ওয়ান এর গতি প্রতি ঘন্টায় ৬১ হাজার কিলোমিটার এবং ভয়েজার 2 এর গতি ৫৫ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা...!!! এর কারণ হচ্ছে শনি এবং বৃহস্পতি গ্রহের মধ্যাকর্ষণ ও ঘূর্ণনকে কাজে লাগিয়ে দূর থেকে দূরে ছুটে চলেছে এই দুই স্পেসক্রাফ্টগুলো,,, "ভয়জার ১" ও "ভয়জার ২"

Video Created by : @nss3221

#solarsystem #blackhole #moon #earth #space #power #sun #CapCut #light #lightyear #march #speedoflight #eneargy #night #day #night #polarnight #eclipse #solareclipse2023 #solareclipse #solar #supernova #viralvideo #viralreels #blackhole #bloodmoon #satan #penumbral #time #timedilation #eventhorizon  #Jupiter  #jupitersavesearth  #pluto  #water  #universe #kepler452b

Loading comments...