"Kepler-452b" দ্বিতীয় পৃথিবী...!!!

1 year ago
5

২০১৫ সালের ২৩শে জুলাই, নাসার ওয়েবসাইটে একটা নতুন গ্রহ আবিষ্কার নিয়ে একটা প্রবন্ধ ছাপা হয়...!!!

গ্রহটির নাম "Kepler-452b", এই গ্রহটিকে ঘটা করে "Earth 2.0" মানে দ্বিতীয় পৃথিবীও বলা হয়েছে...!!!
কি এমন কারণ থাকতে পারে, যাতে এই গ্রহটিকে দ্বিতীয় পৃথিবী বলা হয়েছিলো...???

এটা বোঝার জন্য প্রথমেই দুটো শব্দ বুঝতে হবে। ১) "Habitable Zone" বা "Goldilock Zone",
২) "Habitability Index".

নক্ষত্র থেকে একটা গ্রহ ঠিক এমন দূরত্বে থাকতে হবে যাতে গ্রহটির পানি তরল অবস্থায় থাকবে,,, সেটিই হচ্ছে "Habitable Zone" বা "Goldilock Zone"

গ্রহের তাপমাত্রা, কক্ষপথ, বাহ্যিক ও রাসায়নিক গঠন – এগুলো মিলিয়ে শূন্য থেকে এক এর মধ্যে একটা নাম্বার দেয়া হয়,,, সেটাই হচ্ছে Habitability Index. যত বেশি একের দিকে যাবে, সেটা প্রাণ বলতে আমরা যা বুঝি, সেই প্রাণের জন্য বেশি উপযোগী...!!!

এই দুটোই খুব চমৎকার অবস্থায় আছে এই "Kepler-452b" গ্রহটিতে...!!!
আমাদের গ্রহ সূর্যকে ঘুরে আসতে সময় নেয় ৩৬৫ দিন,,, আর এই Earth 2.0 এর নিজের কক্ষপথে ঘুরে আসতে সময় নেয় ৩৮৫ দিন...!!! ঐখানের আবহাওয়া বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না...!!! এখানে পৃথিবীর চেয়ে অধিকতর ঘন বায়ুমণ্ডল আর সক্রিয় আগ্নেয়গিরি থাকার সম্ভাবনা আছে...!!!

"Kepler-452b" নক্ষত্রটির বয়স প্রায় ৬ বিলিয়ন বছর, যা আমাদের সূর্যের চেয়ে প্রায় ১.৫ বিলিয়ন বছর বেশি,,, সূর্যের মত প্রায় একই তাপমাত্রা এবং এর ব্যাস সূর্যের চেয়ে ১০% বেশি...!!!

Video Created by : @thefactzonetfz

#solarsystem #blackhole #moon #earth #space #power #sun #CapCut #light #lightyear #march #speedoflight #eneargy #night #day #night #polarnight #eclipse #solareclipse2023 #solareclipse #solar #supernova #viralvideo #viralreels #blackhole #bloodmoon #satan #penumbral #time #timedilation #eventhorizon  #Jupiter  #jupitersavesearth  #pluto  #water  #universe #kepler452b

Loading comments...